দম্ভ কোরো না
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৭:০৪ সকাল
তোমার যে বিষয়ে
জ্ঞান নাই কোনো
তার পিছনে কভু
লাগিও না যেন ॥
এই সবে জিজ্ঞাসিত
হবে নিশ্চয়
চোখ-কান সবকিছু
আরো যে হৃদয় ॥
দম্ভে ফেলো না পা
তুমি পৃথিবীতে
ভূমিকে পারিবে না
বিদীর্ণ করিতে
পারিবে না পর্বতের
সম হইতে ॥
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমম, ভালো হয়েছে, কবিতায় কবিতায় শীক্ষা...।
ইয়ে... হওয়ার জন্যে ব্রিলিয়েন্ট হওয়া লাগে বুঝি ?:
মন্তব্য করতে লগইন করুন