জীবন যুদ্ধের যে হাহাকার
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৯ জানুয়ারি, ২০১৫, ১১:২৮:৫৩ সকাল
যারা যাকাত দেন,
তাদের এমন মানুষগুলোর জন্য কিছু করার লক্ষ্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাই।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্থব্যবস্হা ও সামাজিক জীবনাচারে ইসলামের কল্যাণময় বিধি পালন করা হলে এ সব করুণ দৃশ্য দেখতে হতো না!!
(ছবিটা না পোষ্টটা)
সরকার হচ্ছে দেওবান্দীদের বিপরীত তাই হয়তো দেওবান্দিরা সুযোগ পাচ্ছে না
আল্লাহ তায়ালা যেন আমাদের এরকম অবস্থায় না ফেলেন, আর আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষীও না করেন.....
আমিও বললাম "আমীন"
মন্তব্য করতে লগইন করুন