জলদি দে টাকা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৯ ডিসেম্বর, ২০১৪, ১১:৪০:১৪ সকাল
থাপড়ায়ে দাত ফালামু
জলদি দে টাকা
নাইলে কইলাম খবর আছে
গুম হবি একা।
আমি গরীব রিকশা ওয়ালা
এমন করেন কেন সার
সামান্য কয়টা টাকা নিয়া
পাইবেন কি পার।
জ্ঞান দিতাছোচ আমারে তুই
দুর হ বড্ড চাষা
টাকা ছাড়া এই দুনিয়ার
সবকিছু যে ফাকা।
দেখচছ না তুই মন্ত্রি গুলার
গাড়ি গাড়ি টাকা
লন্ডারিংয়ে ধরা পরেও
সবাই সাধু বাবা।
পুলিশের ডি আই জি সাহেব
বেচে ধরা পড়া গাড়ি
তাতে তো কিছুই হয়না
দুরে মর হততছাড়ী।
গুলশানে তার দুই টা বাড়ি
আছে ৫ টা গাড়ি
আমি নিলে বিশটা টাকা
বেজে ওঠে শাইরেন গাড়ি।
/
কোটি টাকা খায় ওরা
আমি খাই বিশ,
এতে কোন দোষ দেখিনা
আমিতো অনেননেক ভালোই বেশ।
%%%%%%%%%%%%%%%%%%%%%
আসলে এরা সবাই যে খারাপ কাজ কোরতেছে তা কিন্তু বুঝতেছেনা। কেননা শয়তান এদের সামনে এদের কাজকে সজ্জিত করে রেখেছে যেন "এই কাজটিই টিক" তাই শয়তানের ধোকা থেকে সাবধান। বিশ টাকাও ঘুশ আর বিশকোটি টাকাও ঘুশ দুটাতেই একই কথা।
%%%%%%%%%%%%%%%%%%%%%
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুলিশশ্যা ছড়াতো তাই একটু ওরকম
বাইদাওয়ে___>
হামি ভাইয়া নঠ আপু হাপু হিজ কুশপুতুল হাফু
দেশ যাক জাহান্নাম
আগের হাল যেদিকে যায়
পাছের হাল সেদিকে যায়।
দেশ গেলে জাহান্নামে
জনগনকেও পিছে টানে
ছড়াতো পড়লাম তো আপনি কোনটা? রিক্সা ওয়ালা নাকি ভিলেন ?
আমি ছড়া ছন্দ কিছুই লিখতে পারিনা ! আপনাদের জন্য অভিনন্দন বেশি করে লিখুন !
আপপু, আমার মতো ভদ্র ছেলে এই ব্লগে আর একটা আছে বলে আপনি কি জানেন (নিজের ঢোল পিটালাম )
সন্ত্রাসী পেলেন কোথায়
আমি একটা শান্তশিষ্ট ভদ্র নম্র সাধারণ ছেলে
আপপপু, আমার মতো কেউ কি আছে বলুন
সন্ত্রাসী পেলেন কোথায়
আমি একটা শান্তশিষ্ট ভদ্র নম্র সাধারণ ছেলে
আপপপু, আমার মতো কেউ কি আছে বলুন
এটা দিয়ে ফেইলেন ।
মোহরানা
কাড়ি কাড়ি টাকা খেয়ে ওদের পেটটা মোটা
আমার শালা পিঠটা কুজো, কপালটাও কাটা।
তার উপর তোর উপদেশ, কাটা কাটা কথা
মেজাজ আমার চরম খারাপ, খাবি লাথি গুতা।
ওরা তো অনেক খায় বলিশ নাতো কিছু
আমি একট খেতে গেলেই লাগিস কেন পিছু?
টাকা তো নিবই এবার রিক্সাটাও নিব
পাড়লে ঠেকা তখন মাইরটাও দিব।
ঠ্যাংটা খুড়িয়ে খুড়িয়ে যাবি বস্তিতে
আমি থাকবো মহা সুখে পরম সস্তিতে......
নট এসেপটেবল
ঘড়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে
মন্তব্য করতে লগইন করুন