আমেরিকার পথে ক্ষণিকের যাত্রী
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৭:৩৯ সন্ধ্যা
ওয়াও, ১০ ঘন্টা যাত্রা বিরতি দারুন হবে, লেটস ঘোড়াঘুড়ি ওয়াও।
সবাই মিলে বেশ মজা হবে ঘুড়তে সেটাও আবার হুনুলুলু, ওয়াও ভাবতে অবাক লাগছে তামিমের।
বাংলাদেশ থেকে আমেরিকার দিকে যাত্রা করে যুক্তরাষ্ট্র যাবার আগে ১০ ঘন্টা যাত্রা বিরতী দেয়া হয় হুনুলুলুতে। আর সমুদ্রের মাঝে এই দ্বীপ পুঞ্জ সত্যি দারুন এক ঘোড়াঘুড়ির যায়গা। সবাই মিলে বেশ আনন্দ করবে তামিম। ওরা পুরো পরিবার যাচ্ছে আমেরিকাতে। এই প্রথম ও যাচ্ছে তাই ওর আনন্দটি একটু বেশিই সবার চেয়ে। বাদরের মতো নাচছে ছেলেটি
পুরা বিমানে প্রায় ৮০ জন যাত্রি সবাই চলেযাচ্ছে নিজের ইচ্ছেমত ঘুড়তে, বিমান থেকে ঘোষনা দেয়া হলো “১০ ঘন্টা অবস্থান বিরতি,তবে আমরা ১০ ঘন্টার পরে একমিনিটও দেরি করবো না”
তো বেশ সাবাই ঘুড়তে প্রস্তুত কেননা নৈসর্গিক এই রখম এক যায়গায় কে না ঘুড়তে চায়।
দারুন প্রকৃতি,খাবার,পরিবেশ,আকাশ,বাতাস সব যেন জান্নাত থেকে আসা।
হুনুলুলুতে ঘোড়ার অনেক যায়গা রয়েছে যেমন
আলা মোয়ানা কেন্দ্র
• আলোহা টাওয়ার
• বিশপ জাদুঘর
• হীরক চূড়া
• হানাউমা উপসাগর
• হনলুলু শিল্প জাদুঘর
• আইওলানি মহল
• লেওন উদ্যান
• প্রশান্ত জাতীয় স্মৃতি কবরস্থান
• ইউ এস এস অ্যারিজোনা মেমোরিয়াল
• ওয়াইকিকি অ্যাকোয়ারিয়াম
• ওয়াইকিকি ট্রলি
এত গুলো যায়গা ঘুড়তে নিশ্চিত ১০ ঘন্টায় হবেনা তাই খুবই হতাশ তামিম। যাক ওরা সপরিবারে চোলেগেলো ঘুড়তে। অননেনক মজার যায়গা দেখেতে দেখেতে কখন যে ৯ ঘন্টা পার হয়েগেছে ওরা টেরই পায়নি। হাতে আছে ১ ঘন্টা ফিরতে হবে এয়ারপোর্টে কিন্তু এক ঘন্টায় পৈছানো সম্ভব নয়। এখন কি করার।
এয়ার বাস থেকে তো সতর্ক করাই হয়েছিলো যে ১০ ঘন্টা সময় এর পরে তারা চলেযাবে দেরি করবে না।
তাই এখন আর কিছুই করার নাই তামমি দের, ফ্লাইট পুরাই মিসহয়েগেল।
ফ্লাইট মিস হোলে দুনিয়াতে নতুন ফ্লাইট ধরে আবার যাওয়া যাবে তবে জীবনের ফ্লাইট ফেইলউর হলে কি আর নতুন করে পাওয়া যাবে?
আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেন, রাসূলূল্লাহ (সাঃ) আমার দুই কাঁধে হাত রেখে বললেন , তুমি দুনিয়ার বুকে এমনভাবে বসবাস কর যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী’।
জীবনের সময় গুলো চোলে যাচ্ছে প্রস্তুতির নাম্বারে একদম শুন্য মানে পুরাই একটা আন্ডা
সারাংশ:
সময় থাকতে বিয়ে করে সংসার করে ইবাদাত কোরে মোরে যাবার প্রস্তুতি নিতে ভুলে গেলে কি চলবে!! আসুন বিয়ে করি সুন্দর সংসার গড়ি
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ে করা স্বাস্থ্য এবং মন উভয়ের জন্য কল্যানকর। পস্তাতে যখন হবেই সো দিল্লিকা লাড্ডু খেয়েই পস্তানো ভাল...
জিবনের সময় সিমাবদ্ধ!!!
জলদি লাড্ডুর ব্যাবস্থা করুন
লাড্ডুর ব্যাবস্থা করে দিলেন না
আপনি লাড্ডু লেয়েছেন
সঙ্গে সাথী নিয়ে
ছালছাবিলের বিয়ে হল
টোপড় মাথায় দিয়ে
বিয়ের দাওয়াত পাইনি এখানে কয়েকটা হালকা থেকে মাঝারি দীর্ঘশ্বাসের ইমো হবে)
আপপু,
জলদি লাড্ডুটি খেয়ে ফেলেন
শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে তো বুঝতামই না যে "সময় থাকতে বিয়ে করে সংসার করে ইবাদাত কোরে মরে যাবার প্রস্তুতি নিতে ভুলে গেলে কি চলবে!! আসুন বিয়ে করি সুন্দর সংসার গড়ি"
আপপু, আপনারও কি ইয়ে হয়নি
ঘড়েতে ভ্রমর এলো গুনগুনিয়ে
মন্তব্য করতে লগইন করুন