কেনো এত কষ্ট
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১১ ডিসেম্বর, ২০১৪, ০৩:১৮:৪৫ দুপুর
ও স্যার, স্যার ও স্যার,
ভোরবেলা ঘুমথেকে উঠতে
এত কেনো কষ্ট,
লেপ থেকে বেড় হলে,
মাথা হয় নষ্ট।
আযানের শব্দ শুনেও
চোখ কেনো বন্ধ হয়,
ডানে বামে কাত হতেই
সালাতটি কাযা হয়।
ওহে শোনো,
ঘুমাতেই গেলে তুমি শয়তান
বলে এসে শিওরে,
সামনে তোমার অনেক রাত,
ঘুমাও একখ বাপুরে।
এই বলে সে দেয়যে গিড়ো
তিনটি শিওরে,
তাইতো বাপু টের পাওনা
তুমি যে ফজরে।
ও স্যার:
কেমোনে আমি খুলবো গিরো
বোলেদিন আমারে,
শয়তানকে লাথিমারি
কোথায় গেলো আহারে।
ওহে শোনো,
ঘুম থেকে জেগে তুমি
স্বরণ কোরো আল্লাহরে,
তাহলেই ১টি গিড়ো
খুলেযাবে শিওরের।
তার পরে ওযুকোরে
উত্তম রুপেতে,
২য় গিড়োটিও
খুলে যাবে এটিতে।
এর পরে দাড়িয়ে যাও
সালাতের চাদরে,
খুলেযাবে ৩য় গিড়ো
নোচান্স শয়তানের আহহারে।
সারাদিন যাবে তোমার
সুন্দর ভাবেতে,
তানাহলে যাবে দিন
কষ্টের মাঝেরে।
ওস্যার:
বুঝলাম এইবার
কি আমি কোরবো,
শয়তানকে লাতথি দিতে
আমি-ই এবার পারবো।
হুররেরেরেরেরেরেরেরেরেরেরে
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেনেনেনেক ধন্যবাদ
ডাক্তারনী আপপু, থ্যাংকককককককইউ
ভুল করেইতো শেখা হয়
একদিনে কি কোন মানুষ
হাটতে পায়।
অনেনননননননেক ধন্যবাদ ভাইয়া। এর পরে আরোও সতর্ক হবো ইনশাআল্লাহ।
আমার কবিতার চেয়েও আপনারটি অনেননননননেক সুন্দর হয়
সেটা আজ মিস কোরলাম
মানুষকে হেদায়েতের পথে ডাকছেন-খুবই ভাল একটি কাজ!
আল্লাহ হয়তো আপনার মনের বাসনা পুরণ করে দিবেন এতে,আপনার নায়িকা ফিরেও আসতে পারে!!
আপনাকেও আল্লহ উত্তম প্রতিদান দিন।
মন্তব্য করতে লগইন করুন