ডিলেট মারুন চাচা Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৮:০৩ দুপুর





ছেলে:

চাচা, শুনলাম আপনার মেয়ের বিয়ে দিয়ে

বাঁচলেন বড়ো বাচা।

চাচা:

মেয়ের বিয়ে দিলাম বাপু,

বড় অট্টালিকায়।

ছেলে বড়লোক বেজায় বড়,

দেখে কলিজা চমকায়।

ছেলে:

সুনলাম চাচা, ছেলে নাকি

একটু পেয়াজ খায়।

মাঝে মাঝে বাহিরে

রাতটি ও কাটায়

চাচা:

নারে বাপু এটি হোলো

বয়শের দোষ।

ঠিক হবে এসব কিছু,

নাই বেশি দিন লেশ।

কয়েক বছর পর:

কিছুদিন পরে শুরু হলো,

কিল,ঘুষি,মারা মারি।

চাচা তার মেয়ে নিয়ে,

আসলো চলে বাড়ি।

হয়ে গেল ছাড়া ছাড়ি

দুজনি আলাদা।

জদি না হয় জামাই ভালো

কি যে ঝামালা।

তাইতো বলি ও চাচা,

ভালো ছেলে চিনুন,

খারপ ছেলে ডিলেট মেরে,

ভালো টিকে আনুন। Winking Love Struck

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292695
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হে হে হে!!!

ভাল ছেলের সংজ্ঞা কি??

ছালসাবিল!!!
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১০
236256
ছালসাবিল লিখেছেন : ভাইয়া,যেমোন ছালসাবিল Love Struck Tongue
292703
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
ক্ষনিকের যাত্রী লিখেছেন : সুন্দর ও মজার ছড়া। MOney Eyes ভালো লাগলো। Happy Happy
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
236275
ছালসাবিল লিখেছেন : আপপু, ভালো ছেলের দিকে নজর রাখবেন Love Struck
292717
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
পুস্পগন্ধা লিখেছেন : পেয়াজ তো খায় না প্রতিদিন
খায় শুধু মদ খায় যেই দিন।
মদ তো খায় না প্রতিদিন
খায় শুধু …..... সাথে থাকে যেইদিন।

ভাইয়া এই থিম টুকু ও এড করে দেন...
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
236330
ছালসাবিল লিখেছেন : আপপু, কোন লাইনটির পরে আপনার এই লাইনগুলো দিবো বলুন Love Struck
292722
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাইতো বলি ও চাচা,
ভালো ছেলে চিনুন,
খারপ ছেলে ডিলেট মেরে,
ভালো টিকে আনুন।

Excellent Excellent Thumbs Up Thumbs Up
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
236331
ছালসাবিল লিখেছেন : ওয়াও ভাইয়া, থ্যাকং ইউ Love Struck Applause
292743
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : হাহাহা.... Big Grin Big Grin
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
236332
ছালসাবিল লিখেছেন : আপপু, হাসছেন কেনো Surprised আমিতো ভালো ছেলে Love Struck সারা দেশে আর একটিও নেই Tongue
292751
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
Sada Kalo Mon লিখেছেন : সবগুলোকে ডিলিট করে আমার মত ভালো,নম্র,ভদ্র,সৎ এবং দক্ষ ছেলেকে আনা লাগবে.... Tongue Tongue Tongue Tongue Big Grin Thumbs Up
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
236367
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনার সিরিয়াল আমার পরে Tongue
292758
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : ভাল ছেলে সালসাবিল। Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up
০৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
236369
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, থ্যাংক ইউ Love Struck
292819
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ছোট ভাইয়া ।
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২১
236543
ছালসাবিল লিখেছেন : ডাক্তারনী বড় আপপু, অনেননননেক ধন্যবাদ Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File