আগুন অতঃপর আগুন
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৯ নভেম্বর, ২০১৪, ০৯:০৮:৫৪ সকাল
আগুন এমন একটি বস্তু যা আমাদের প্রতিনিয়ত দরকার। কেউ কি অস্বীকার কোরতে পারবেন যে তার আগুন দরকার নেই?
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? [সুরা আর-রহমান: ১৩]
গাছের ডালে-ডালে ঘর্ষনের ফলে আগুন, যন্ত্রাংশে আগুন, খাবার বানাতে আগুন, লোহা গলাতে আগুন, পানি ফুটাতে আগুন, জিবানু মুক্ত করতে আগুন, আগুন আর আগুন_____>
তবে এই আগুনের কিন্তু অন্য একধরনের ব্যাবহারও আছে সেটা ভুললে কিন্তু চলবে না সেই কাজটা কি সেটা দেখুন_____>
আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। [সুরা বাকারা: ২৪]
পৃথিবীর এই আগুন জাহান্নামের আগুনের ৬৯ টাইমস ধোয়ার পরের একভাগ ____> যারা চিন্তাশীল তাদের চিন্তা করা উচিত।
পৃথিবীর আগুন দেখুন এর সাথে ৬৯X বাড়িয়ে দিন এখন চিন্তা করুন জাহান্নামে কি হবে.
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাব্যিক কথাগুলোর জন্য অনেননেনেননেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন