একজন বুদ্ধিমান নাস্তিকের লাভ-ক্ষতির হিসেব Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৮ নভেম্বর, ২০১৪, ১০:১৩:২০ সকাল



একজন বুদ্ধিমান নাস্তিক এভাবে লাভ-ক্ষতির হিসেব করবে— Day Dreaming

০.O ধর্ম মানলে আমাকে প্রায় ৭০-৮০ বছর কিছু কষ্ট করতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কিছু আরাম-আয়েস ছেড়ে দিতে হবে। আর ধর্ম না মানলে, আমি ৭০-৮০ বছর আমোদ-ফুর্তি করে যাবো।

০.O ধরে নেই ধর্ম মিথ্যা। তাহলে মৃত্যুর পরে আমার অস্তিত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে—

O.০ যদি আমি ধর্ম মেনে চলি, আর ধর্ম মিথ্যা হয়, তাহলে আমি আসলে বুঝবোই না আমি দুনিয়াতে কী হারিয়েছি, বা কী কী করতে পারতাম, যা ধর্ম মানার কারণে করতে পারিনি। আমার কোনোই আফসোস থাকবে না, কারণ আফসোস করার জন্য অস্তিত্বই থাকবে না। সুতরাং ধর্ম মিথ্যা হলে আমি আসলে কিছুই হারাবো না। তার মানে ধর্ম মিথ্যা হলে এবং আমি ধর্ম মানলে লাভ শূন্য, ক্ষতি তুলনামূলকভাবে অল্প।

O.০ আর যদি আমি ধর্ম মেনে না চলি, আর ধর্ম মিথ্যা হয়, তাহলেও আমি কিছুই টের পাবো না। তবে আমি প্রায় ৭০-৮০ বছর কিছু আমোদ ফুর্তি করে যাবো। সুতরাং ধর্ম মিথ্যা হলে, আর আমি ধর্ম না মানলে লাভ কিছুটা, ক্ষতি শূন্য।

O.০ ধরে নেই ধর্ম সত্যি। তাহলে দুটো সম্ভাবনা—

O.০ আমি ধর্ম মানলে তুলনামূলকভাবে অল্প ত্যাগের বিনিময়ে বিরাট পুরস্কার পাবো। সুতরাং এক্ষেত্রে লাভ বিরাট, ক্ষতি অল্প।

O.০ আর যদি ধর্ম সত্যি হয়, আর আমি ধর্ম না মানি, তাহলে অল্প আমোদ-ফুর্তির জন্য আমি বিরাট শাস্তি পাবো। সুতরাং এক্ষেত্রে লাভ অল্প, ক্ষতি বিরাট।

দেখা যাচ্ছে, ধর্ম মিথ্যা হলে লাভের সম্ভাবনাও অল্প, ক্ষতির সম্ভাবনাও অল্প। কিন্তু ধর্ম সত্যি হলে লাভের সম্ভাবনাও বিরাট, ক্ষতির সম্ভাবনাও বিরাট। যাদের কিছুটা ব্যবসায়ী বুদ্ধি আছে, তাদের আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তাদের এখন কীসে ঝুঁকি নেওয়া উচিত Day Dreaming বিশেষ করে আমার নায়িকা Love Struck মুক্তিযোদ্ধার Love Struck

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289118
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
ঝিঙেফুল লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৬
232802
ছালসাবিল লিখেছেন : ওয়াও আপু, আপনার প্রজাপতিটি দারুন সুন্দর Day Dreaming
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
235629
ঝিঙেফুল লিখেছেন : জানিHappy
289121
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
কাহাফ লিখেছেন :
সবার মত আমিও দখলবাজ হয়ে যামু!
এখানেই দখল দিয়ে গেলাম! Happy>- Happy>-
সাথে ভাল লাগাও ছড়িয়ে গেলাম!!
Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৬
232803
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আমার ব্লগে দখল করেন সেটাই আমি চাই Love Struck Day Dreaming আপনার ভালো লাগা আমার হৃদয় ছুয়ে গেলো Love Struck
289122
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
232804
ছালসাবিল লিখেছেন : ওয়াও থ্যাংকিউ ভাইয়া Day Dreaming
289132
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
অবাক মুসাফীর লিখেছেন : Apnar nayika! Ha ha ha ...
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
232827
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue ভাইয়া আস্তে, কেউ শুনে ফেলবে তো Tongue Tongue
289136
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৭
ফেরারী মন লিখেছেন : এসব লেখা যতই লেখেন আপনার তথাকথিত পেয়ারি নায়িকা নাস্তিক ছেড়ে আস্তিকে বলে মনে হয় না। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
232834
ছালসাবিল লিখেছেন : লাভ ক্ষতি বিচার করিনা ভাইয়া, কারো উপকার হউক বা না হউক আমার হবেই। MOney Eyes কেউ শুনুক বা না শুনুক সেটা তার ব্যাপার Praying তবে সৎপথ দেখাতে চাই Love Struck যদি কখনো চোখ ফোটে Love Struck তখন নিশ্চই আমার হবে Love Struck
নাহলে Broken Heart
289137
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:২১
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই রবের ভালোবাসার মিস্টতা যে একবার পেয়ে গেছে যে রবের সন্নিকটে চলে গেছে যে রবের আরেফ হয়ে গেছে এরকম যুক্তি তাদের কাছে বেমানান।
হা এটা ঠিক এ যুক্তি নাস্তিকদের জন্যই প্রযোজ্য।
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাম্মুস্তাকিম ইয়া রব।
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
232836
ছালসাবিল লিখেছেন : বড় ভাইয়া, আসসালামু আলাইকুম। Love Struck আপনার সুন্দর কমেন্টস দেখে আমি সত্যি ব্লেসড Love Struck আল্লাহ হেদায়াত দান করুন Praying
289144
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমি দখলে নাই। Smug Smug
ভালো লাগলো Rose Rose
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
232837
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, দখল করেন যতো ইচ্ছা, তবে হৃদয়টা দখল করবেন না Love Struck তাহলে Broken Heart
289150
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : তাহলে কি???????????????????????????????????????????????????????????????????????????????? কিছু দখল করায়ই নেই। Tongue
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১২
232842
ছালসাবিল লিখেছেন : করেন ভাইয়া, যত ইচ্ছা তবে হৃদয় টা দখল কোরবেন না প্লিজ Love Struck Tongue
289157
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : এর আগেও পড়েছি আজ আবার পড়লাম খুব ভাল লাগলো । জাজাকাল্লাহ খায়ের
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
232860
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, এর আগে কোথায় পড়েছেন Day Dreaming
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
232918
আব্দুল গাফফার লিখেছেন : মে বি ফেবুতে Happy
১০
289171
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
232878
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনাকে গ্রামের কলমিলতা ফুলের সুভেচ্ছা দিলাম। Day Dreaming আপনাকে অননেনেনেক ধন্যবাদ।
১১
289182
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu khair for your important post.
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৭
232886
ছালসাবিল লিখেছেন : আপু, ওয়াআলাইকুম আসসালাম। Day Dreaming আপনাকে অনেনেনেনেেনেনেক ধন্যবাদ আপু Day Dreaming
১২
289193
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
আফরা লিখেছেন : প্লাস---প্লাস আর প্লাস ....।
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
232910
ছালসাবিল লিখেছেন : আপু, Day Dreaming আপনাকে অনেনেনেেনেক ধন্যবাদ Day Dreaming তিনটা প্লাস ওয়াও কি দারুন Thumbs Up Day Dreaming
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৩
232917
আফরা লিখেছেন : এতো দারুনের কিছু নেই ভাইয়া প্লাস দিয়েছি আপনার দাঁত ফেলতে বুঝেছেন !!
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৮
232921
ছালসাবিল লিখেছেন : আপনি কি দাঁতের ডাক্তারনী Day Dreaming আমিও কিন্তু ডাক্তারি জানি তবে ক্ষীন Love Struck
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৮
232925
আফরা লিখেছেন : ডাক্তার হলে কি আর প্লাস দিয়ে দাঁত তুলার কথা বলতাম নাকি !!
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
232929
ছালসাবিল লিখেছেন : ওহ আচ্ছা তাহলে আপনি প্লাসডাক্তার Day Dreaming ঠিক আছে আপু কোথাও টাইট দিতে হলে আপনার স্বরণাপন্ন হবো___>হেল্প মি কথা রইলো Love Struck
১৩
289290
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৮
লজিকাল ভাইছা লিখেছেন : ভালো লাগল , অনেক ধন্যবাদ । এবার যদি কইন্যার হুশ হয় !!!!
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
233077
ছালসাবিল লিখেছেন : Love Struck হুম ভাইয়া, দারুন বোলেছেন, এবার জদি হুশ হয় তবুও আলহামদুলিল্লাহ। Love Struck
১৪
289326
২৮ নভেম্বর ২০১৪ রাত ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই চিন্তা তো ভাই আসলে কোন নাস্তিক করেনা।
এমন কি আপনার উনিও!!!!
কেবল পয়সার চিন্তাই করে।
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১১
233080
ছালসাবিল লিখেছেন : জি ভাইয়া, এত পয়সা দিয়ে আমি কি কোরবো সেটাই বুঝাতে পারি না। মোরে গেলেই গলে পচে শেষ Love Struck হাড্ডি পোড়ে থাকবে একসময় সেটিও খুজে পাওয়া যাবে না Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File