বিয়ের দাওয়ত, সকল ব্লগারদের জন্য
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২০ নভেম্বর, ২০১৪, ১১:৫৬:৩৫ সকাল
যতদুর আমি জানি, রসুল (সা) বলেছেন, একজনকেও জদি তুমি মুসলিম বানাতে পারো তবে সেটা হবে তোমার জান্নাতে যাবার জন্য যথেষ্ট বা লাল উঠের চেয়েও মুল্যবান ।
তাই এই চান্সটি মিস করতে চাচ্ছিনা। বিয়ের পয়গাম দিলাম। এখন শুধু মেয়ের রাজি হবার বাকি আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমার বিয়েতে।
মুক্তিযোদ্ধার কন্যাকে বিয়ে করতে যাচ্ছি, আহ কি দারুন,নিজেকে মুক্তিযোদ্ধা মনে হচ্ছে
বিষয়: বিবিধ
১৫৮১ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝাই যাচ্ছে আপনার চেতনার ধার বহুত শানিত!
অপর পক্ষের মতামত নিয়েছেন তো...???
তবে..... মুক্তিযুদ্ধের কন্যা তো!শুধু মুক্তিযোদ্ধার কন্যা হলেও চলতো! অসংখ্য লোকের প্রডাক্ট এই মাইয়া!*- *- *-
আপু, ওয়াও আইডিয়াটা কিন্তু অননেনেক আধুনিক, গোস্ত না খেয়ে কিচির মিচির শোনা।
আমাকে বকা দিলে আপনার ডিফেন্ড করবেন, আপনাদের হেল্প চাই কিন্তু
কিন্তু বিপত্তি অন্য জায়গায়। মুক্তিযুদ্ধের কন্যা কি মেয়ে নাকি হিজড়া সে সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার কিনা....!!!
শুনেটি ওটা তার ফেইক আইডি!!
ব্লগে জেন্ডার ভেরিফিকেশনের ব্যবস্থা থাকলে ভাল হত...
বিয়ে বলে কথা
গাছে না উঠতেই এক কাধি
মনে রাখবেন : ছেলেরা বিয়ে করে আর মেয়েরা বিয়ে বসে ।
আর আপনার তো এখনও মনে হয় বিয়ের বয়স হয় নি (প্রোপিক দেখে যা বুঝা যায়) । আর মুক্তিযুদ্ধের কন্যার তো বয়সই ৪০+।
এরকম কিছু করার
স্বপ্ন ছিলো
মন্তব্য করতে লগইন করুন