নাস্তিকের আস্তিক হওয়ার ঘটনা।

লিখেছেন লিখেছেন ছালসাবিল ১২ নভেম্বর, ২০১৪, ১২:৪৭:০৭ দুপুর



তাবেঈ ইমাম জাফর সাদিক (রহ) এর যুক্তি:

বিশিষ্ট তাবঈ ইমাম জাফর সাদিক (রহ) (মৃত ৮৪ হি: )-এর সামনে এক নাস্তিক সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে।

তখন ইমাম জাফর সাদিক তাকে বলেন, তুমি কখন সমুদ্রে নৌকায় চড়েছো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কখন তাতে ভয়ের সম্মুখীন হয়েছো?

সে বলল, হ্যাঁ। সে আরো বলল, একদিন ভীষণ ঝড় উঠেছিলো। যা নৌকাটিকে ভেঙ্গে ফেললো এবং মাঝিদের ডুবিয়ে মারলো। তখন আমি একটি তক্তায় শুয়ে পড়লাম। অতঃপর তক্তাটিও আমার হাত থেকে সরে গেল। তারপর সমুদ্রের ঢেউগুলো আমাকে ঝাপটা মারতে মারতে এক কিনারায় ফেলে দিল।

এবার ইমাম সাহেব বললেন, প্রথমে তো তোমার ভরসা ঐ নৌকা এবং ওর মাঝির উপরে ছিল, তারপর ঐ তক্তার উপরে, হয়তো তা তোমাকে উদ্ধার করবে। তার পরে এসব যখন তোমার হাত ছাড়া হয়ে গেল তখন তুমি নিজেকে নিশ্চই মুত্যুর হাতে সপেঁ দিয়েছিলে? নাকি বাঁচার আশা করেছিলে?

সে বলল, তার পরেও আমি বাঁচার আশা করেছিলাম।

তখন ইমাম সাহেব বললেন, তাহলে তুমি কার কাছে বাঁচার আশা করেছিলে?

সে চুপ হয়ে গেল।

তিনি বললেন, ঐ মরণাপন্ন অবস্থায় তুমি যার কাছে আশা রেখেছিলে এবং যিনি তোমাকে ডুবে মরা থেকে বাঁচিয়ে ছিলেন তিনিই আল্লাহ।

নাস্তিকটি তখন তার হাতে হাত রেখে ইসলাম কবুল করেন।

(তাফসিরে কাবীর ১ম খন্ড, ২১০ পৃষ্টা থেকে সংগ্রীহিত)

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283544
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
ফখরুল লিখেছেন : ভাইজান অনেক ধন্যবাদ। ভাল লেগেছে আপনার লেখাটি। Rose Rose
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০২
226694
ছালসাবিল লিখেছেন : অনেক ধন্যবাদ। বিষয়টি মনেহয় নাস্তিকদের পছন্দ হবে না। Applause
283549
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : সুবহানাল্লাহ। ইমাম আবু হানীফা(রহ) সম্পর্কেও এ জাতীয় একটি গল্প প্রচলিত আছে।
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
226695
ছালসাবিল লিখেছেন : হ্যাঁ আছে, সেটাও দিবো সামনের পোস্টে ইনশাআল্লাহ। Applause
283576
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
এস এম আবু নাছের লিখেছেন : সুবহানয়আল্লাহ!
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:২৪
228968
ছালসাবিল লিখেছেন : সুবহানাল্লাহ Applause
283601
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:২৫
228969
ছালসাবিল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ স্বাগতম
283721
১৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৫
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:২৫
228970
ছালসাবিল লিখেছেন : ওয়া আইয়্যাক। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File