ইনবক্সের অনুগল্প
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১২ অক্টোবর, ২০১৮, ১০:৩২:২৬ সকাল
একটা নতুন মেয়ে আইডি থেকে রিকুয়েস্ট আসছে দেখে ছেলেটি ঐ আইডিতে প্রবেশ করে।
দেখে মনে হলো নতুন আইডি, তবে কোন এক মেয়ের আইডি সেটা বুঝা যায় খুব সহজে,যদিও নামের মধ্যে কোন স্পষ্টতা নাই।
:
ছেলেটি মেয়েটিকে ইনবক্স করলো, Hi.......
মেয়েটি কোন রিপ্লাই দিলোনা।
ছেলেটি আবার এসএমএস দিয়ে বলো, "আপনার সাথে বন্ধুত্ব করতে চাই"
এবারো কোন উত্তর আসলো না মেয়েটির পক্ষ হতে!
:
কিছুদিন পর ছেলেটি আবারও একটি "Hi" এসএমএস করলো মেয়েটির আইডিতে,
আর ভাবলো আজ নিশ্চয়ই কোন রিপ্লাই দিবে।
কিন্তু না, আজও কোন রিপ্লাই পাওয়া গেলোনা!
ছেলেটি কিছুটা বিরক্ত হয়ে লিখলো,
"এই কি হয়েছে তোমার? কোন এসএমএস করোনা না যে?"
কিন্তু, আবারও মেয়েটি এসএমএসটি সিন করলো,কোন রিপ্লাই দেয়নি!
:ছেলেটি এবার অধর্য্য হয়ে লিখলো,
"তুমি মনে হয় অনেক ছেলের সাথে লাইন মারো,তাই আমার সাথে সময় হয়না"
মেয়েটি কোন রিপ্লাই দিলোনা এখনো!
:
এবার অনেকটা জেদ করে ছেলেটি লিখলো,
"এই মাগি,কোন উত্তর দেছ না কেনো? কয়টা ছেলের সাথে দু'নাম্বারি করোছ তুই"
আর সাথে কয়েকটা অশ্লীল ছবি পাঠিয়ে মনের জাজ মেটালো,সাথে আরও কিছু অশ্লীল বাক্য,যা কেবল বিকৃতি যৌনভাব প্রকাশ করে.......
:
কিছুক্ষণ পর, মেয়েটি একটা রিপ্লাই দিলো,
"ভাইয়া, আমি তোমার ছোট বোন উর্মি, আব্বু সহ তোমাদের মানা ছিলো আমি যেনো ফেসবুক না খুলি,তবুও পাশের বাসার নিলাকে দিয়ে আম্মুর ফোনে আমি এই আইডিটা খুলি,আর তাতেই তুমি এগুলো কি লিখলে আর কি পাঠালে?!
ছিঃ ভাইয়া, ছিঃ...........
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন