ঐ খা....কির পোলা!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ জুন, ২০১৮, ০২:৪৮:৩৮ দুপুর
✘"এই খা...কির পোলা,তোরা সব রিকশা ওয়ালা একই রকম"
✘"আরে সব ডাক্তাররাই হলো জল্লাদ"
✘"শুনো তোমারা মেয়েদের জাতটাই এরকম ছলচাতুরী করে বেড়াও"
✘"কি মনে করছো, তোমাদের পুরুষদের চরিত্র আমি খুব ভালো করেই জানি"
✘"আরে পড়াশোনা বলতে কি আর কিছু আছে! শিক্ষকরা সব পড়াশোনার নামে বাণিজ্য করে"
✘"আরে এই হুজুরদের জন্যই তো দ্যাশের এই অবস্থা"
✍এভাবেই আমি আপনি প্রতিনিয়ত নানান পেশার, নানান মতের, বিপরীত পথের লোকদের সাথে অমীল হলেই তার ফুরা জাত-পাত নিয়ে যা ইচ্ছে তাই বলে ফেলি।
কেনো ভুলে জান, আপনিও কোনোনা কোনো শ্রেণী পেশায় জড়িত আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনার ঐ শ্রেণী পেশার সব লোক ভালো!
না পারবেন না,এটাই বাস্তবতা!
⌛সব শ্রেনী পেশার মাঝেই কিছু খারাপ লোক আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই!
তো আপনি যে শ্রেণী পেশায় আছেন,সেখানের দু'একজন খারাপ লোকের জন্য কেউ যদি আপনাকেও তাদের অন্তর্ভূত করে ২টা কথা বলে,কেমন লাগবে আপনার?
অনেক খারাপ লাগবে এবং জনসম্মুখে লজ্জানূভব হবে।
ঠিক তেমনি দু'একজন খারাপ লোকের মন্দ কাজের ফলে আপনি সেই শ্রেণী পেশার সব মানুষকে জড়িয়ে যে বাজে মন্তব্য করেন,সেখানকার ভালো মানুষ গুলোরও এমন কষ্টানূভব হয়।
সুতরাং, খারাপদের নির্দষ্ট কোন শ্রেণী পেশা নাই,তাদের একটাই পরিচয়, "খারপ লোক"।
এবার সে ডাক্তার হোক,অফিসার হোক,মাষ্টার কিংবা মুনশি হোক,তার একটা ব্যানার, সে খারাপ লোক!
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'' নারীদের ছলনা ভয়ংকর'' সূরা ইউসুফ ।
০ অনেকে টেস্ট করে তবেই জ্ঞান অর্জন হয়েছে।
একজনের অপরাধের জন্য ১০জনকে হাসু দেওয়া মুটেও ঠিক নয় ধন্যবাদ ভাই
মন্তব্য করতে লগইন করুন