ইচ্ছে কিছু করার!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১২ জুন, ২০১৮, ১২:৪৩:৫৯ রাত

আমাদের বিতর একটা ভুল ধারণা জন্মায়,সেটা হলো সমাজের জন্য, মানুষের কল্যাণের কিছু একটা করতে হলে আমাকে অনেক বড় কিছু হতে হবে।

আমাকে শীর্ষস্থানিয় কোন ব্যক্তি হতে হবে, অথবা আমার অনেক অর্থবিত্ত থাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি।

এর জন্য অবশ্য একটা লজিক আছে,সেটা হলো আমাদের সমাজে,রাষ্ট্রে কিংবা আন্তর্জাতিক পর্যায় যারা মানব কল্যাণে কাজ করে,তারা আসলেই অনেক বড়,অনেকেই বিশাল অর্থবিত্তের মালিক।

এরফলে আমারা নিজেরা ছুটি অনেক বড় কিছু হওয়ার জন্য,অনেক টাকাকড়ি কামানোর জন্য,নিজেকে অনেক বড় করে প্রতিষ্ঠা করার জন্য।

একসময় নিজেকে আরও বড় করার, নিজের সব কিছু আরও বিস্তৃতি করার মহাধান্দার ভুত আমাদের মাথাই ছেপে বসে,যার ফলে আমাদের মূল নষ্ট হয়ে যায়। অবশ্য তার ব্যতিক্রমও আছে।

আসলে ব্যাপারটা কি সেরকম?

না,মোটেও না। আপনি মানুষ হিসেবে মানুষের জন্য কল্যাণকামী কিছু করা,এটা আপনার দায়িত্ব, ফ্যাশনেবল কিছু নয়।

আর আপনি যদি কিছু করতে চান,আপনাকে অনেক বড় হওয়া বা আপনার ওনেক টাকাপয়সা থাকা কিন্তু মৌলিক কোন শর্ত নয়, এব্যাপারে মৌলিক শর্ত হলো আপনার ইচ্ছে আর মানুষিকতা।

আপনি যেই লেভেলে আছেন, কিছু করার জন্য সেটাই যথেষ্ট।

আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, আপনি আরেকজন মানুষকে শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলুন, আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন,তাহলে ছেলে-মেয়েদের পড়াশোনার প্রতি স্বযত্নশীল হোন, আপনার ব্যাচের ২/৪জন ছাত্রকে ফ্রীতে পড়ান।

আপনি যদি একজন ডাক্তার হোন, দরিদ্র লোক গুলুর জন্য স্পেশাল ফ্রি টীটমেন্টের ব্যবস্থা করতে পারেন, বিচারক হলে অসহাদের প্রতি সুবিচার নিশ্চিত করুন।

এলাকার বড় কেউ হলে,সেটার প্রভাব খাটিয়ে সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থা সুনিশ্চিত করুন।

অন্যান্য লেভেলে হলেও খুজে দেখুন,আপনার নিজস্ব অবস্থান থেকে কোনোনা কোন স্পেস আছে কিছু করার।

এভাবেই অনেক বড় হলে কিছু করবো,সেরকম চিন্তা ঝেড়ে পেলে এখুনি সিদ্ধান্ত নিন,কিছু একটা করার।

এভাবেই কিছু একটা করতে করতে সত্যিই একদিন আপনি তাদের চেয়েও অনেক বড় হবেন,যাদের দেখে চোখ মুখ ঝুড়ে আজ আপনার আপসোস হয়ে। ☺

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385527
১৫ জুন ২০১৮ রাত ০২:৩৯
আমি আল বদর বলছি লিখেছেন : আলহামদুল্লিলাহ সবসময় সমাজে অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেস্টা করি যদিও আমি বড় কেউ নয়।
১৭ জুন ২০১৮ দুপুর ০৩:০৬
317778
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ছোটরাই বড় কিছু করে,বড়রা নয়। আন্তরিক অভিনন্দন।
১৯ জুন ২০১৮ সন্ধ্যা ০৬:১৬
317789
আমি আল বদর বলছি লিখেছেন : শুকরিয়া প্রিয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File