স্বাধীন গণমাধ্যম,দায়ীত্বশীলতা নাকি তোষামোদিতা(!?)
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৩ মে, ২০১৭, ০৫:০৬:৪৩ বিকাল
আজ মুক্ত গণমাধ্যম দিবস।
সাংবাদিক সমাজ হলো মুক্ত গণমাধ্যমের পৃষ্ঠপোষক। কিন্ত গণতন্ত্রীহিন এদেশে মুক্ত গণমাধ্যম কিংবা স্বাধীন আর সৎ সাহসী সাংবাদিকতা বলতে কিছুই নেই। যেই সাংবাদিকদের বলা হয়,জাতির বিবেক। সেই সাংবাদিক গুলো আজ মনিবের কুকুরের মতো হয়ে গেছে,এরা জাতির সংকটাপন্ন সমস্যা নিয়ে কোনো দায়িত্ব পালন না করে শুধু পালিত কুকুরের মতো জনসমর্থহীন মনিবের তোষামোদিতে ব্যস্ত
গণমাধ্যম হলো সমাজের চোখ, দর্পণ।
গণমাধ্যম হলো জাতির বিবেক, জনতার কণ্ঠস্বর।
গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি।
একটি স্বাধীন সুন্দর সার্বভৌম সুখি সমৃদ্ধ দেশ গড়ার জন্য গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে সাংবাদিক সমাজকে রাজনৈতিক মত ও পথ ভুলে গিয়ে পেশাগত দৃঢ় ঐক্য গড়ে তোলার কোন বিকল্প নেই!
স্বাধীন,সত্য আর সাহসী বাক্য উচ্চারিত হোক সর্বত্রে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন