ইসলাম কি কার্যত নিষিদ্ধ?!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৪৭:০৪ বিকাল
সম্প্রতি বই মেলা থেকে মাদ্রাসার কিছু ছাত্রকে আটক করেছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।
কারন তাদের হায়ে ছিলো পাঞ্জাবী, পরনে পায়জামা, মাথায় টুপি আর মুখে দাড়ি।
ঠিক বুঝতে পারলাম না,কোন উদ্দেশ্যে তাদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হলো।
কিন্তু যেই দিকটি বিবেচনা করে তাদের। গ্রেপ্তার করা হলো,সেটা পরিষ্কার, আর তা হলো ইসলামী ড্রেস!
যেটা ট্রাম্পের আমেরিকা কিংবা মোদির ইন্ডায়ায় সম্ভব হয়নি,হয়েছে কেবল হাসিনার বাংলাদেশে!
আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী ছাত্রলীগের তাণ্ডবলীলা দেখেনা?
দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রলীগের প্রকাশ্য আগ্নেয়াস্ত্র জঙ্গি মহড়া কি আইনশৃঙ্খলা দেখেনা?
উনারা আছে কেবল,জাতির শান্তির প্রতিক আলেম ওলামাদের অপদস্থ করে মিথ্যামামলার টুকিয়ে টাকা কামানোর ধান্দায়!
দাড়ি টুপিওয়ালাদের দেখলে এদেশে একশ্রেণীর লোকের চুলকানি আছে,অনেক আগে থেকেই,কিন্তু সেই চুলকানি যে ক্যান্সারে পরিণত হয়েছে,সেটা সম্প্রতি সময় বুঝলাম।
দাড়ি টুপি দেখলে যেই মুসলমানি নামধারী অসভ্য গুলোর চুলকানি হয়,তারা যেনো মরণের পূর্বে এই নসিহত করে যান যে,তাদেত মরণের পরে জায়নাযার নামাজে জেনো কোনো দাড়ি টুপিওয়ালা ইমাম না হয়।
উনার ইমাম যেনো দাড়ি টুপি বিহিন কোনো লোক কে দেওয়া হয়,দেখতাম তাদের মুরুদ কতো!
প্রশ্ন হচ্ছে,ইসলামিক পোষাক কিংবা নীতিনির্ধারণ যেই দেশে কার্যত নিষিদ্ধ, সেই দেশে কি পরোক্ষভাবে ইসলাম নিষিদ্ধ নয়?!
আর ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল, যুগে যুগে ফেরাউন,নম্ররুদ আর আবু জাহেলেরা।
কিন্তু সেই ইসলাম আজও ঠিকে আছে যুগের যুগের পর ধরে,বরং নিষিদ্ধ কারিরায় চরমভাবে অপদস্থ লাঞ্ছিত হয়ে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপিত হয়েছে।
সুতরাং, যারা আবু জাহেল আর নমরুদের সেই অভিশপ্ত পথে হাটছেন,তারাও একই ভয়াবহ আজাবে অভিশপ্ত হবেন,ইনশাআল্লাহ!
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ সরকার হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরী।
জ্বী,ঠিক বলেছেন।
এদের জন্য আমার অত্যন্ত দুঃখ হয়,এরা কেনো ইতিহাস থেকে শিক্ষা নেয়না!
আর সরকারের কাছে সেক্যুলারদের দাম অনেক বেশী।
আলেমসমাজ তো চায়,আমরা জেনো সত্যের পথের পথিক হয়ে যাই। উনারাতো আমাদের এই কাল এবং পরকালের কল্যাণকামনা কারি।
তবুও যাদের আলেমসমাজ সমাজকে দেখলে গায়ে চুলকানি উঠে,ঐ অসভ্য লম্পট গুলোর জন্য জাহান্নমের লাকি মলমেই একমাত্র কার্যকারী ঔষধ!
মোবারকবাদ,আপনার মূল্যবান মন্তব্যটির জন্য!
মন্তব্য করতে লগইন করুন