বাঘও কথা বলে! - 'নীল সালু'

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৯ জানুয়ারি, ২০১৭, ০৮:৪৩:২৪ রাত



ম্যাডাম বললেন, সুন্দরবনের বাঘের সাথে দেখা করে জিগ্যাস করুন, কোন ক্ষতি হচ্ছে কিনা....!

এর আগে বলেছিলেন, খুলনা-বাগেরহাটের মানুষেরা সব নাকি চোর!!

তাদের চুরি বন্ধে এবং কর্মসংস্থান করতেই ম্যাডাম সুন্দরবনে রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প হাতে নিয়েছেন!

অবশ্য তিনি আরেকটি কথাও বলেছেন, 'ওখানের মানুষ নাকি চুরি করতে গিয়ে বাঘের পেটে যায়.....' আর তাই তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।

ওয়েল...!

চারগুণ মূল্যে বিদ্যুৎ বিল, কুইক রেন্টালে ভর্তুকি আর জনগণের ট্যাক্সের টাকায় বানানো সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি!

অথচ উনি যে বিদ্যুৎ চালিত ভ্যানে চড়ে ঘুরে বেড়িয়ে বিদ্যুৎ অপচয় করলেন সেইটা কিছুনা!

হাউ ফানি!!!

তিনি ৩৩ দন্ত দেখিয়ে হাসি দিয়ে বলেছিলেন- রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বাহির হবে তা থেকে কার্বন তৈরি করে সেটি দিয়ে নাকি মুখ পরিষ্কার করা যাবে!

বাহ!

চকলেট মাক্সের পর ফেসিয়ালের নতুন মাস্ক 'কয়লা মাস্ক' যা আপনার স্টুপিডিটির :-P থুক্ক চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে!

এতদিন বাজারে গুজব ছিল বিএনপি নেত্রী শুধু পার্লারে যায়!

এবার তো সাহারা খাতুনেরা ফেয়ার এন্ড লাভলীকে চ্যালেঞ্জ জানাবে, ইউনিলিভার কোম্পানি তল্পিতল্পা গুছিয়ে ভারত চলে যেতে হবে।

তো, এই মহান "থিওরি অফ ফেসিয়াল"এর জন্য ম্যাডাম কয়টা নোবেলের যোগ্যতা কুড়ালো তা নিয়ে কবি আজও কনফিউজড!

আচ্ছা, প্রতিবছর প্রায় ২ লাখ টন বটম এ্যাশ ও ৭ লাখ ৫০ হাজার টন ফ্লাই এ্যাশ (উড়ন্ত ছাই) তৈরি হবে। এই উড়ন্ত ছাইগুলো কি উড়তে উড়তে ইন্ডিয়া চলে যাবে?

দাদাদের কথা বলতে গিয়ে তিনি এর আগে বলেছিলেন- "ভারত একটি বিশাল দেশ, আর আমাদের দেশ হলো ছোট্ট একটু জায়গায়। তাদের সাথে তুলনা আমাদের খাটেনা।"

সেকি!!

এত্ত এত্ত বিশাআআআল দেশে সামান্য একটা বিদ্যুৎকেন্দ্রের জায়গা হলো না দাদাদের!

আমাদের এই 'ছোট্ট' একটু জায়গায় ক্যান??

দাদাদের এত সোনা দরকার তো ম্যাডাম নিজের থেকে দিয়ে দিলেই তো পারে, আমাদের সোনার দেশের সোনা নিয়ে এত টানাটানি ক্যান? :-/

(কবি এখানে 'সোনা' বলতে 'সম্পদ' বুঝাইসে) ;-)

হোয়াটএভার....

এবার তিনি বললেন- "সুন্দরবনের বাঘের সাথে দেখা করে জিগ্যাস করুন, কোন ক্ষতি হচ্ছে কিনা"

তা....প্রধানমন্ত্রী সাহেবা কি বাঘের সাথে গোলটেবিল মিটিং করেই রামপাল প্রকল্প হাতে নিয়েছিলো???

সব কিছুর পরেও তিনি কনফিডেন্টলি বললেন- "রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন এবং পরিবেশের কোন ক্ষতি হবেনা"

এতই যদি ম্যাডামের মনে হয় পরিবেশের কোন ক্ষতি হবেনা, তাহলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা গোপালগঞ্জে করতে সমস্যা কোথায় ?????? Winking

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381563
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:০৬
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:১৪
315553
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : Yahoo! Fighter Happy>-
381585
৩০ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৫০
হতভাগা লিখেছেন : হাসুবুর জমানায় বাঘে মোষে এক ঘাটে পানি খায় ।

হাসুবুর এক হালুমে বাঘ মামারা অফ হয়ে আবে ।
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:১৩
315551
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : তাই বুঝি? Tongue Frustrated Praying
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:১৩
315552
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : তাই বুঝি? Tongue Frustrated Praying
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৫:২৯
315556
হতভাগা লিখেছেন : আবার জিগায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File