অসহায় আর অবহেলিত মানুষেরা!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৬ জানুয়ারি, ২০১৭, ০২:১৯:১৬ দুপুর
যদি পৃথিবীর সব বিবেক এক সাথে করা যেত ?
যদি পৃথিবীর সব যুক্তিগুলো এক সাথে রাখা হত?
তবে জিজ্ঞেস করতাম,
মানবতা কি শুধুই রংবেরং মকমল চাদরের
ভিতর খেলা করে!!
নাকি, বেচে থাকার তাগিদে জীবনের সাথে
প্রতিনিয়ত যুদ্ধ করা
শিশুর পেন্টের পকেটের ভেতর দম বন্ধ হয়ে মরে!
জানি,অনেক ছবি নিজের বিবেককে
জাগিয়ে দেয়!!
জানি অনেক ঘটনায় চোখের কোনে জলের
কনা দৌড়াতে শুরু করে!
তবু আমরা বোবা এবং অন্ধ হয়ে থাকি,
চোখের সামনে সব ঘটনাকে এড়িয়ে যায়!
কারন সবাই আজ নিজেদের নিয়ে ব্যস্ত(!)
আবার বলি কিসের ভেদাভেদ আমরা
সবাই তো মানুষ।
তাহলে এরা কারা,ওদের জীবন কেন
রাস্তায় কিংবা পাড়ার অলিতে গলিতে লুঠোপুঠি খায়।
ওদের কেন এক বেলা খাবার জোটে না!
কেন ওরা শীতের তীব্রতায় কষ্টের
গুংগানিতে ছটফট করেও
এই বিবেকহীন মানুষকে বলে না আমাকে
এক বেলা ভাত দাও কিংবা একটি
শীতের কাপড় দাও!
ওরা কেন রেললাইনের পরিত্যাক্ত
খামরাতে জীবন যাপন করেও, ময়লার স্তুপ
কিংবা ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া
খাবার খেয়ে যে সুখের সুন্দর হাসি দেয়
তা বড় লোকের ডাইনিংয়ের রসালো
খাবার আর আয়েশী আরামখানার স্বার্থপর
হাসিকে হার মানিয়ে দেয়!
ওদের জন্য কেউ বলেনা!
আমাদের প্রিয় নবী(সাঃ) বলেছেন, ৪০
দিন মসজিদে নামাজ পড়ার চেয়ে
গরিবের দুঃখ মোচনে ১ ঘন্টা ব্যয় করা উত্তম!
লিখার শেষ হবে না,বলার শেষ হবে
না,যুক্তিরও শেষ হবে না,
দিন শেষে দেখা যাবে সেই বিত্ত্যশীল
নামের বিবেকহীন মানুষের কাছেই
একটু সাহায্যের জন্য হাত পেতে দাঁড়িয়ে
আছে অসহায় এক মানুষ!!
যার চিত্রটা অনেক লজ্জা ও অপমানজনক,
তবু আমাদের বিবেক একটুও বদলায় না!
এমন করুন চিত্র দেখেও আমাদের মনে
মমতায় জন্মে না!
জগতে আমরাই এক অদ্ভুত প্রাণী,
যাদের আকৃতি মানুষের মতো,
আর অন্তর টা পশুর চেয়েও নিকৃষ্ট!
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন