এরা আল্লাহর পক্ষ হতে জগৎ বাসির জন্য এক বিশেষ নেয়ামত!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ৩১ জানুয়ারি, ২০১৬, ০৮:৩৪:৫৬ রাত

ছাত্রশিবিরের প্রত্যেক সাথী-সদস্যের নিজস্ব কম্পিউটার থাকতে হবেঃআল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

.

পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে তোমাদেরকেও আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে| আজ ইসলামকে অনলাইনে গালি দেওয়া হয়, ইসলামী আন্দোলনের নেতাদের গালি দেওয়া হয়, জামায়াত আর শিবিরকে গালি দেওয়া হয়| তোমাকে এইগুলোর জবাব দিতে হবে কোরআন হাদীসের ব্যাখ্যা দিয়েই| কম্পিউটার থাকলে তোমাকে হাজার হাজার টাকা দিয়ে বই কিনতে হবেনা, পৃথিবীর যেকোন বই মুহূর্তের মাঝেই পেয়ে যাবে| এখন কম্পিউটার কিনবে কিভাবে তার পথ বলে দিচ্ছিঃ

কম্পিউটার কেনার জন্য তোমাদের চাঁদাবাজি করতে হবে| তবে সেই চাঁদাবাজি কোন দোকানে নয়, রাস্তাঘাটে নয়| মায়ের কাছে, বাপের কাছে, চাচা, মামা আর দুলাভাইয়ের কাছে| মাকে বলবা, বাপের পকেট মাইরা কত জমায়েছো তা জানার দরকার আমার নাই,কম্পিউটার কিনবো কত দিবা কও?

দুলাভাইকে বলবা,বোনতো একটা দিয়েই দিয়েছি কত দিবা কও? আর তোমার টিফিনের টাকা পয়সা বাঁচাও আর আল্লাহর সাহায্য প্রার্থনা করো|এভাবে ধীরে ধীরে টাকা জমাও,আল্লাহর রহমতে হয়ে যাবে|

২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জে বিশাল ছাত্র সমাবেশে ছাত্রদের উদ্দেশে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন!

এরা শুধু কেবল মাত্র ইসলামী নেতৃবৃন্দ নয়,

বরং এরা আল্লাহর পক্ষ হতে জগৎ বাসির জন্য এক বিশেষ নেয়ামত!!!

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358115
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
358141
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫৯
শরীফুল ইসলাম শরীফ লিখেছেন : ভাইজান!ইতিহাস থেকে খন্ডিত তথ্য আমদানি করলেন নাকি? পারলে লিংকটা একটু দেন তো দেখি Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File