এই সেই পতিতা নয়!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৫ জানুয়ারি, ২০১৬, ১০:০৮:০৬ রাত
একটা পতিতা তার নিজের ছেলেকেও গালি দেয় মাগির পোলা বলে,এই ভাষাটা সেই ছেলেটা ছোটকাল থেকেই শিখতে থাকে কারন বাচ্চারা অনুকরন প্রিয়......একটা সময় সেই ছেলেটা হয়তো সন্ত্রাসী হয় কিংবা বস্তির সর্দার হয়..আর এদের মুখের ভাষাটা কিরুপ হতে পারে তাতো খুব সহজেই অনুমেয়।।
একটা পতিতা সারারাত অন্যের বিচানা গরম করার পর দিনের বেলায় রেস্ট নেয়,সাধারনত তাদের রাতের ডিউটিটা ভোর বেলায় শেষ হয়, ডিউটি শেষ করেই তারা ঘুম দেয় কারন কাল রাতে আবার তাকে ডিউটি দিতে হবে তাই,এখন ভোর বেলায় যখন সে ঘুমোতে যায় সারা রাত যৌন সাধনার পর ঠিক তখনই মসজিদ হতে ভেসে আসে "হাইয়া আসসালা,হাইয়া আলফালা" আধো আধো ঘুমটা তখন আযানের সুরে ভেঙে যায় আর তখনি তারা ডিস্টার্ব ফিল করে.........না সেই পতিতারা কখনোই মসজিদের আযান নিয়ে কোনো প্রশ্ন তুলেন না কিন্তু এই সব পতিতাদের চাইতেও অনেক বেশি ঘৃন্য যৌন ব্যবসায়ী আছে আমাদের দেশে,এই যেমন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তাসমীম হাসানের কথাই ধরুন....তিনি কাল একটা বিবৃতি দিলেন যে"তাবলিগ-ওয়াজ বন্ধ করা উচিত আর মসজিদের আযান শব্দ দুষন করে"
মুসলমানের ঘরে যখন সন্তান জন্ম গ্রহন তখন সর্ব প্রথম তার কানে আযানের ধ্বনি শুনানো হয় কারন পৃথিবীর সব শব্দের আগে যেনো তার কানে মহান আল্লাহ কথা পৌছায় কিন্তু অন্য ধর্মে তা কখনোই করা হয় না,
এখন কারো জন্মটাই যদি হয় ডাস্টবিনে কিংবা পতিতা পল্লিতে তাহলে তার কানে আযান পৌছায় না, যেটা পৌছায় সেটা হলো সানি লিয়নের বলিউডে আসার আগের ছবি গুলোতে যে শব্দটা করতো সেটা,যার জন্মের পর পর কানের কাছে পতিতার খদ্দের ডাকার আওয়াজ শুনেছে তার কানে আযানের ধ্বনিটা শব্দ দুষন মনে হওয়াটা অস্বাভাবিক না।।
চার দিন আগে দেখলাম লতা নামের এক অভিনেত্রী পর্দা নিয়ে আক্ষেপ করে লিখা পোষ্ট করছে,সে এই দেশে আসতে চায় না তাই তার বেধর্মী স্বামীকে বলছে যেন সে যেখানে মরে সেখানেই মাটি চাপা দিয়ে উপর দিয়া শিউলির চারা লাগিয়ে দেয়,
কাল আবার তাসমীম হাসান বললো আযান বন্ধ করার কথা......এই ভাবেই দিনের পর দিন সাহস বেড়েই যাচ্ছে ইসলাম বিরোধিদের,জানি সরকার এদেরকে কিছুই করবে না কারন তাদের মুল ঢাল হলো স্বাধীনতার চেতনা,মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের আলেম সমাজ আর কত চুপ থাকবেন...??
পাঁচ কাঠা জমি আর ৫০ হাজার টাকায় আন্দোলন সুরাহা করা আলেমদের দিয়েও যে ইসলাম কায়েম হবে সেটাতো বুঝতেই পারছি তবুও একটা বুক ভরা দির্ঘশ্বাস ছাড়া আর কি বা বলতে পারি.........!!
আচ্ছা বাদ দেন,সকাল বেলায় শুনলাম বি এন পির নেত্রী খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতার আচরনের জন্য মামলা হয়েছে,এই বার ঠিক করেন কোন ঈদের পরে আন্দোলনের প্রস্তুতি নেয়া যায়।।
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন