বিষাক্ত জ্ঞান আর দাসত্বের শিক্ষা! °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৩:৪৩ বিকাল
জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো কিন্তু সব
জ্ঞান নয় আবার অর্জিত জ্ঞান কার্যকরের
জন্য দরকার আগে বিষাক্ত জ্ঞান বর্জন।
হোমোসেপিয়ানদের সব সদস্যই কম বেশী
বিষাক্ত জ্ঞানের ভাইরাসে আক্রান্ত
অযৌক্তিক প্রাণী আর এজন্যই সুবুদ্ধির চেয়ে
কুবুদ্ধি বেশী, আত্মবিকাশের চেয়ে
আত্মবিনাশের ক্ষমতা চর্চা বেশী।
ভিন
গ্রহে মানুষ আছে কি না তা জানতে
ট্রিলিয়ন ডলার খরচ করলেও কেবল খাবার
আর মাথা গোঁজার জায়গার অভাবে হাজার
মানুষ জীবন হাতে নিয়ে অজানা সাগর
কিম্বা জানা বিপদের পথে নিরন্তর ছুটতে
বাধ্য হচ্ছে মানুষেরই লোভের বলি হয়ে, মানুষ
এখানে কেবল জীবিত বা মৃতের সংখ্যা মাত্র!
খাবার থাকতে খাবারের অভাবে
মানুষ ছাড়া আর কোন প্রাণী মরে না বা
আক্রান্ত না হলে স্বজাতির অপর সদস্যদের
মারে না।
মানুষ তাদের প্রায় সকল
প্রতিপক্ষকে বস করেছে কিন্তু স্বজাতীর
কাছে থেকে আত্মরক্ষার কোন নিশ্চিত
ব্যবস্থা মানুষ এখনও করতে পারেনি যদিও
এখাতেই মানুষের একক বৃহত্তম বিনিয়োগ।
মানুষ আসলে আত্মরক্ষার চেষ্টাই কখনও
করেনি বরং যা করেছে এবং করছে তা হল
আক্রমনের ক্ষমতা বৃদ্ধি যা আত্মঘাতী
হিসেবে ইতোমধ্যেই প্রমানিত।
শিক্ষা জাতীর মেরুদণ্ড হলেও বর্তমান
শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের জীবনের
সবচেয়ে গুরুদণ্ড!
জীবনের এক তৃতীয়াংশ ব্যয়
করে অর্জিত জ্ঞানের প্রমাণ সরূপ
সার্টিফিকেট ছাড়া আর কিছু থাকে না!
যদি জাগতিক এসব বস্তুবিশেষ শিক্ষা থেকে মানুষ সত্যিকারার্থে কোনো নৈতিকতা সম্পুর্ন জ্ঞান অর্জন করতো,তাহলে শিক্ষার্থীদের হাতে শিক্ষকদের পিটুনি খাওয়ার দৃশ্য দেখতে হতো না,কিংবা শোনতে হতো না শিক্ষক হয়ে নিজ ছাত্রীর সাথে অবৈধ কোনো সম্পর্কের খবর!
বর্তমান বিশ্ব শিক্ষা ব্যাবস্থায় আমাদের বস্তুগত কিংবা প্রযুক্তিগত উন্নতি হলেও মনুষ্যত্ব আর নৈতিকতার কি পরিমাণ অবনতি হয়েছে?
সম্প্রতি তুরস্কের সমুদ্রে পড়ে থাকা সিরিয়ার ৩ বছর বয়েসী শিশুর লাশের ছবি টায় উত্তর বলে দেয়!
মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির সেরাজীব হিসেবে মর্যাদা দান করলেও আমারা,আমাদের শিক্ষা ব্যাবস্থা, আমাদের কালচারাল ইত্যাদি আমাদের নিয়ে যাচ্ছে সৃষ্টি জগতের নিকৃষ্টতম স্থানে!
এর জন্য বিশ্ব সার্থান্বেষী মহলের পাশাপাশি কোনো অংশেই কম দায় নয় আমাদের শিক্ষাব্যবস্থা!
সুতরাং, জাতি হিসেবে আমারা যদি ফিরে যেতে চাই নিজেদের আত্মমর্যাদার স্ব'স্থানে,তবেই আমাদের অর্জন করতে হবে মানবতাবোধ, নৈতিকতা ও সূশৃঙ্খল সৃজনশীলতার সমন্বয়ে সুশিক্ষি!!!
[সংকলিত এবং পরিমার্জিত]
https://facebook.com/Maksud222
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন