স্যার গো........................!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ৩০ আগস্ট, ২০১৫, ১১:৩৮:৩৩ রাত

অনেকের মতে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে আপনিও একজন!

আজকে আপনার প্রানপ্রিয় স্ত্রীকে সোনার ছেলেদের হাতে প্যাদানি খেতে দেখে আমি বড্ডো কষ্ট পেয়েছি, সেই কষ্ট প্রকাশ করার মতো কোনো ভাষা এখন পর্যন্ত খুজে পায়নি হতদরিদ্র কৃষকের এই অশিক্ষিত ছেলেটি!

যেই সোনার ছেলেদের প্রশংসায় আপনাদের মতো লোক গুলোর কলম চলে বিরতিহীন ভাবে,সেই লোক গুলোর স্ত্রীকেও যদি আপনার স্ত্রীর মতো করে কখনো প্যাদানি দেয়,আমি তাতে আশ্চর্য হবোনা স্যার,কারন এটা আপনারই শিক্ষা!

স্যার গো,আপনার একজন শুভাকাংখী হয়ে একটা পূর্ব প্রস্তুতি নিতে আপনার প্রতি বিনম্র আবেদন করছি,আবেদন টি হলো, স্ত্রীর মতো করে আগামী কোন একদিন আপনিও প্যাদানি খাবেন "জয় বাংলা" স্লোগানের উত্তরাধিকারী আপনার প্রানপ্রিয় সোনার ছেলেদের হাতে!

সুতরাং সেই প্যাদানি খাওয়ার পূর্বের প্রস্তুতিটি যথাসময়ে গ্রহণ করার জন্য আহবান করছি গো স্যার!

স্যার গো,খুব মনে পড়ে মাহমুদুর রহমান, পিয়াস করিম সহ সেই শ্রদ্ধেয় গুরুজনদের কথা, যাদেরকে এই বেয়াদবের বাচ্চা এবং তার বেজম্মা ১৪ গুষ্টি কে নিয়ে অনেক রং তামাশা খেলেছে,আর আপনার মতো লোক গুলো সেই তামাশয় সুর বাজিয়েছেন আপনার মতো বুদ্ধি বেশ্যারা!

পিয়াস করিম স্যারের জন্য জুটলো না শহীদ মিনারের আঙিনা টুকু!

আর দেশ এবং জাতির পক্ষে কলম ধরার অপরাধে প্রিয় মাহমুদুর রহমানের ভাগ্যে জুটলো চোর গুন্ডাদের থাকার জায়গা ঐ জেল খানায়!

আজ এই দিনে ওদের থেকেও খুব কষ্ট লাগছে আপনি এবং আপনার মতো তৃতীয় লিঙ্গ টাইপের কথিত বুদ্ধিজীবী সমাজের জন্য,কারন বিদায়ী পিয়াস করিম এবং বন্দী মাহমুদুর রহমান যেই আত্মসম্মান টুকু নিয়ে বিদায় নিয়েছেন এই নগ্ন সমাজের কালো থাবা থেকে,চিন্তা হয় আপনার মতো তৃতীয় লিঙ্গ বুদ্ধিজীবীরা অন্তত সেই আত্মসম্মান টুকু নিয়ে যেতে পারবেন চিরবিদায়ের সময়?

জানি,এই অল্প শিক্ষিত ছেলেটির এই ২ লাইনের

অগোছালো লেখাটি হয়তো যাবেনা আপনার নিকট পর্যন্ত, কিন্তু অন্তত এটা জানি যে,আপনার মতো বড় বুদ্ধিজীবীর কাছে আমার এই কথা গুলো না গেলেও আপনার শীর্ষ কিংবা সমর্থকদের নিকট হলেও আমার এই লেখা পৌছাবে!

সুতরাং আসা করবো তারা যেনো অন্তত এই অগোছালো কথা গুলো থেকে নিজেদের স্বার্থে কিছু একটা বুঝার চেষ্টা করে.......

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338718
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসেন এক মিনিট নিরবতা পালন করি হামলার প্রতিবাদে
338725
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:১৯
এ,এস,ওসমান লিখেছেন : Crying Crying Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
338767
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : ছাত্রলীগের ছোঁয়ায় পরিশুদ্ধ হলেন জাফর দম্পতি । তাদের শিক্ষা জীবনে এটা একটা বিশাল অর্জন। পিএইচডির চেয়েও এটা কম সন্মানের নয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File