গুম, খুনের হাজারও নেতা কর্মীর লাশের সাথে বেইমানি করে বিএমপির এই কেমন দাবী?!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ জুলাই, ২০১৫, ০৩:২৪:১৮ দুপুর

ছাত্রদল সভাপতিকে মুক্তি দিলে ছাত্রলীগের

সম্মেলনে যাবে ছাত্রদলঃ বললেন বিএনপির

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

.

রিপন সাহেব, আপনার এত ছোট দাবী দেখে

হয়ত প্রয়াত জনির ছোট্র শিশু ও বিস্ময়বোধ

করবে। কারণ, তার বাবাকে কিসের বিনিময়ে ফিরাতে

পারবেন?

.

আপনাদের হাজার-হাজার নেতা কর্মী কারাগারে আর

যারা বাইরে আছে তারা রাতে বাড়ীতে থাকতে

পারছেনা, এমন কি ঈদে পর্যন্ত নিজ ঘরে কিংবা বাবার

কবর জিয়ারত করতে যেতে দেয়নি !! এর পরে ও

... এদের কথা ভুলে গেলেন ?

.

ছাত্রলীগের সম্মেলনে গিয়ে কি অর্জন

করতে চান?...প্লীজ, হাসাবেন না। ...আমাদের

হাসানোর জন্য হাসান মাহমুদ-কামরুলেরা যথেষ্ট!!!!

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331374
২৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৭
হতভাগা লিখেছেন : ছাত্রদল ছাত্রলীগে বিলীন হয়ে যাবে
331426
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাত কা বাত, সরকার কী সভাপতিকে মুক্তি দেবে? দেবে না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File