সেলফির পিছনে,একটু খোচা! ========================

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২১ জুলাই, ২০১৫, ০৬:২৭:১৮ সন্ধ্যা



অল্প অল্প করে সেলফি এখন অাকাশচুম্বী

জনপ্রিয়!

সন্দেহ হয় দেবতারাও শেলফি তুলছে।

:

কিন্তু এ সেলফি অামাদের কোথায় নিয়ে যাবে

বুঝতে পারছি না,কারন যেখানে রাজনৈতিক অনুষ্ঠান

থেকে সংস্কৃতি অঙ্গন পর্যন্ত সেলফির রমরমা

অবস্থা!

:

আবার ইদানীং নাকি সেলফি নিয়ে একটি নাটকও নির্মিত

হয়েছে!

:

যেটা বলতে চেয়েছিলাম,

যেভাবে গাড়ির ছাদে, চলন্ত

ট্রেনের সামনে,নামাজের সেজদায় গিয়ে,মৃত

লাশের পাশে,কেউ বা আবার অন্যের কবরের

পাশে, বিদ্যুতের তারে ঝুলে ঠিক

মৃত্যুর অাগ মুহুর্তের সেলফি তুলছে!

:

একটু চোখ বন্ধ করে ভাবুনতো, দেশ কি ভাবে

উন্নয়নের শিহরণে আহরণ করেছে(?!!!)

:

তাতে নিঃসন্দে বলা যায় যে, সেলফি অামাদের

অনেক দুর নিয়ে যাবে!

:

কারণ,

এটা এখন বিশ্বব্যাপী ম্যানিয়া!!!

:

এযাবৎ বাঘা বাঘা লোকও

সেলফি তোলার মজা লুটছেন!

:

কিন্তু অামি হয়তো এ

গ্রহের বোকাদের একজন,যে কিনা

সেলফি তুলতে পারিনা! হেলপফি তুলেছি (অন্যের

সহায়তায় ক্যামেরা দিয়ে ছবি তুলেছি)। দুভার্গ্য বশতঃ

অামার একটা দেশিও মার্কেট থেকে ক্রয় করা

নর্মাল স্মার্টফোন আছে৷

এটার ওয়েব ক্যামেরা ভালো নাই, যদিও

পেছনে ক্যামেরা টা কিছুটা অাছে।

:

ভাগ্যটাও অামার চিরকালই

পেছনে থাকে,তাই হয়তো সেলফির তুলতে পারছি

না।

:

কিছু দিন আগে কোথায় যেনো শুনলাম,

সবচেয়ে বড় সেলফি নাকি বাংলাদেশের কোন

এক ভার্সিটির ছাত্রদের!

:

আমাদের তো আবার গিসেন বুকে নাম উঠানোর

বড় সখ,কবে আবার বিশ্ব রেকর্ড করার

উদ্দেশ্যে আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে

বড় সেলফি তোলার আয়োজন করা হয়! O:-

:

কেউ আবার মনে কইরেননা, আমি সেলফি তুলতে

পারছিনা বলে আপনাদের সেলফি নিয়ে আমি হিংসা

করছি!

কিন্তু সেলফি যেভাবে এগিয়ে যাচ্ছে,আগামিতে

হয়তো আমরা সেলফি দেখবো,বাসর

ঘর থেকে বেডরুম,আর বেডরুম থেকে

বাথরুম...........!

কারন জাতির আগামীদিনের কর্ণধার,আজকের তরুণ

তরুনীদের বিবেক

যেভাবে পচন ধরেছে,সুতরাং এটা ভাবাই স্বাভাবিক!

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

লেখাটি প্রথম প্রকাশিত হয় আমার https://m.facebook.com/Maksud222

এই পেজে!

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331038
২১ জুলাই ২০১৫ রাত ১০:৪৫
নিরবে লিখেছেন : ভালো লাগল।
334985
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:৩০
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File