আমরা প্রথমে অন্য দেশের নোংরামী দেখে নোংরামী করা শিখি তারপর তার বৈধতার জন্য আন্দোলন করা শুরু করি!!! ===========================

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৮ জুন, ২০১৫, ০১:০৬:৪৯ রাত

Same sex marriage is legal across the united

states অর্থাৎ যুক্তরাষ্ট্রে আজ ছেলেরা

ছেলেদের আর মেয়েরা মেয়েদের বিয়ে

করার অনুমতি পেলো। এটা কি কখনো

ভাবা যাই??? আমাদের দেশের অনেক

মুক্ত-চিন্তাবিদদেরও এইটার পহ্মে আমি

সাফাই গাইতে দেখেছি। এরা কি করে

সুস্থ মস্তিষ্কের মানুষ হয় তা নিজের

নিকট বোধগম্য হয় না।

শূধু মাত্র আমেরিকাতে নয় এই

প্রক্রিয়াটা দেখবেন আস্তে আস্তে

আমাদের উপমহাদেশেও খুব দ্রুত চালু হবে

কারন আমরা প্রথমে অন্য দেশের

নোংরামী দেখে নোংরামী করা শিখি

তারপর তার বৈধতার জন্য আন্দোলন করা

শুরু করি।

এই যেমন ধরুন এখন ধর্ম নিয়ে বাজে কথা

বা কটাহ্ম করলে তাদেরকে আমরা

অনেকে মুক্ত-চিন্তাবিদ এবং বিজ্ঞানী

বলছি। এটা এক প্রকার নোংরামী যা

অনেকে এখন দিন দিন মেনে নিতে

শিখে যাচ্ছে এবং এর বৈধতার জন্য এখন

অনেকে আন্দোলন করছে। আসলে এর জন্য

এই মানুষগুলোও দায়ী নয় আর এটা এদের

নিজেদের তৈরীও নয়- এটা যুক্তরাষ্ট্রর

মত বেহায়া দেশগুলোর কাছ থেকে

অনেকে শিখে নিচ্ছে এবং সবকিছু বুঝেও

এরা অসুস্থ মস্তিষ্কের মত আচারন করছে।

ঠিক একই ভাবে ছেলেই ছেলে এবং

মেয়েই মেয়ে বিয়ের বিষয়টিও এক সময়

আমদের অনেকের মস্তিষ্কে চলে আসবে

এবং তার জন্য আমাদের সমাজের

অনেকেই হয়তো আন্দোলন করাও শুরু করবে।

একটা জঘন্য বিষয়কে আজ জয়যুক্ত করল

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা এই জঘন্য বিষয়টিকে love wins বলে

দাবি করেছে। আর বেশি দিন বাকি নেই

দেখবেন এরা পশু পাখিদের সাথে অবাধে

যৌন সম্পর্ক করতে আন্দোলন করবে। shame

on U.S.A

এটা নিয়ে বিস্তারিত আলোচনা করাটা

খুবই লজ্জাজনক। শুধু বলব অন্যদের দেখা

দেখি যেনো এমন লজ্জাকর এবং জঘন্যময়

বিষয়টি নিয়ে আমাদের সমাজের কেউ

কখনো মাথা না ঘামায় বা ওদের দলে

যোগ দিয়ে কখনো আন্দোলন না করে।

ভয় হয় আমাদের সমাজকে নিয়ে কারন

আমরা অন্যদের নোংরামী খুব দ্রুত আয়ত্ত

করে থাকি এবং যার ফল হয় সব সময়

ভয়ানক।

বিষয়: বিবিধ

৮৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327760
২৮ জুন ২০১৫ রাত ০৩:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়ে একটি জিনিস কিন্তু চিন্তা যোগ্য। মার্কিন সুপ্রিম কোর্ট ব্যাক্তি অধিকার বা ব্যাক্তি স্বাধিনতার নিরিখে এই রায় দিয়েছে। এই কথা বলেনি যে সমকামিতা স্বাভাবিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File