মুক্তি দাও, নইলে বাংলা মা আবারো একাত্তর দেখবে!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৩ জুন, ২০১৫, ০১:২৫:৫৭ দুপুর



এসিরুমে থেকে আর কপ্টারে

যাতায়াত করে জীবনধারণের সঙ্গা

জানা যায় না রাজকুমারী!



গ্লাসবন্দী হয়ে প্রতিবেশীরর খবর

নেয়া যায়না, চশমা খুলেই জনগণের অবস্থা

অবলোকন করতে হয়!



ভিনদেশী গেস্টহাউজে বসে

ডিজিটাল স্বপ্নে জাল বোনা যায়,

বাস্তবরূপ দেয়া নয়!

জীবিকার তাগিদে মাঠফাটা রোদে

যেসমস্ত মহিলা কৃষিকাজ হাতে বিলে

নেমেছে। তাদেরকে জিজ্ঞাস করো,

জীবনধারণ কাকে বলে!



দায়িত্ব কাকে বলে, সেটা জানতে

তোমার যেতেহবে সেই

মেন্টালানিস্টেবল মানুষদের কাছে,

যারা পরিবারের কর্তা হওয়ায় বিদেশের

পথে সাগরে ঝাপ দিয়েছে!



এসকল জনতার দারস্ত না হয়ে মঞ্চের

ফুলঝুরিতে যতই বাংলাবাসীর শান্তির

সাফাই গাওয়া হবে অসত্যের খাতায়

পাতা সংযোজন ছাড়া পরিনাম শূন্যই রয়ে

যাবে।



ক্লান্ত হয়েছে দেহো মিথ্যা

বেড়াজালে!



বলব না যোগ্যতার অভাব, বরং এটাই বলব

তুমি যোগ্যতম কর্তা। কিন্তু দূরদর্শীতা

একটু হলেও প্রজাদের উপকারার্থে ব্যবহার

করো! নইলে মুক্তিদাও আমাদের!



প্রথম ছিলাম পরদেশীয় গোলাম, পরে

হলাম প্রতিবেশীর গোলাম। আর এখন

হয়েছি অন্য প্রতিবেশীয় উত্তরসূরীর

গোলাম! আমরা আর বন্দীহয়ে থাকতে

পারছি না।

মুক্তি দাও, নইলে বাংলা মা

আবারো একাত্তর দেখবে!

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324356
০৩ জুন ২০১৫ দুপুর ০৩:০১
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File