আসুন, দেখে আসি জৈষ্ঠ্যর মধুমাখা কিছু ফল!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ মে, ২০১৫, ১০:৫৮:৫২ সকাল

আমাদের এই দেশে রয়েছে মহান আল্লাহর দানকৃত অসংখ্য নিয়ামাত!

যার মধ্যে ফল অন্যতম!

তাই আসুন, আজ আমরা আমাদের দেশে উৎপাদিত কিছু ফলের সাথে পরিচিত হয়েনি!

তার আগে আপনার কাছে আমার বিনিত আনুরোধ, যদি আপনার সাধ্য থাকে, মধুমাখা এই মাসে আপনার আসে পাশের অসহায়, দুস্থ, দারিদ্র্য এবং ফল কিনার সামর্থ্যহীন ব্যাক্তিদের সাধ্যমত কিছু ফল উপহার দিয়ে তাদের অসহায় মুখগুলো তে একটু খানি হাসি ফুটাতে সহায়ক হন!

ঐ অসহায় মুখ গুলোর হাসি কত সুন্দর, না দেখে কখনো উপলব্ধি করতে পারবেন না!

এর ফলে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন!!!

ভাবছেন, ফল দেখানো নামে আবার কি ক্যাচাল শুরু করলাম?

না,এইবার দেখুন মধুমাখা দেশিও ফল গুলো!





























অল ফটো কালেক্টেড ফ্রম ইন্টারনেট!

আসা করে আপনার অনুভুতির কথা অবশ্যই জানাবেন!

ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে আমার এই ক্ষুদ্র আয়োজন ঘুরে দেখার জন্য!

বিষয়: বিবিধ

২৪৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322174
২৪ মে ২০১৫ দুপুর ০১:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার আয়োজন ভালো লাগলো ধন্যবাদ।
২৪ মে ২০১৫ রাত ১১:২৯
263396
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ!
322184
২৪ মে ২০১৫ দুপুর ০২:২২
রঙের মানুষ লিখেছেন : মধুমাখা ফল তো মধুমাখা নেই ভাই এখন, সবই বিষাক্ত। শুধু দেখতে হবে খাওয়া যাবে না Tongue
২৪ মে ২০১৫ রাত ১১:৩১
263397
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আমাদের সচেতনতায় পারে দেশিও ফলকে বিষাক্ত মুক্ত করতে!
অনেক ধন্যবাদ, আপনার মুল্যবান মন্তব্যটির জন্য!
322205
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৫৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : ছবিগুলো সুন্দর কিন্তু এখন খেতে ভীষণ ভয় পাই Sad
২৪ মে ২০১৫ রাত ১১:৩৩
263398
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : কেনো ভয় পাবেন?
ভালো জিনিস অবশ্যই এখনো আছে!
322219
২৪ মে ২০১৫ বিকাল ০৫:০০
হতভাগা লিখেছেন : সুব'হানাল্লাহ ! আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা । আল্লাহর নিয়ামত ও করুনার কথা বলে শেষ করার মত নয় ।

এসব নিয়ামত এখন মানুষের লোভের কারণে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ।দেখতে কাহোয়ার ইচ্ছা জাগলেও দামের কথায় আবার সেই ইচ্ছাটা দমে যায়।
দামের চেয়েও সবচেয়ে বড় ক্ষতির কারন একে বিষাক্ত করে তোলার নানা আয়োজন ।

এরকম করে শুধু আমাদের দেশেরই কিছু কুলাঙ্গারেরা ।

খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টকারীদের ফাঁসির মত সাজায় আনা উচিত।
২৪ মে ২০১৫ রাত ১১:৩৫
263399
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : হ্যাঁ, অবশ্যই আমাদের সরকারকেই এই ব্যাপারে সর্বচ্চ পদক্ষেপ নেওয়া উচিৎ!
ধন্যবাদ আপনাকেও!
322275
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশি ফলে নাকি ফরমালিন তাই সবাই অস্ট্রেলিয়ান আপেল আর চাইনিজ কমলা কিনছে!!
কেউ কি ভাবছে এই ফলগুলি কিভাবে ভাল থাকছে মাস খানেক এর সমুদ্রযাত্রার পরেও!
২৪ মে ২০১৫ রাত ১১:৩৬
263400
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অনেক সুন্দর ভাবনা!
আসলেই আমরা কি কেউ কখনো ভেবেছি যে,বিদেশী ফল গুলো কোন মানের?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File