আসুন, দেখে আসি জৈষ্ঠ্যর মধুমাখা কিছু ফল!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ মে, ২০১৫, ১০:৫৮:৫২ সকাল
আমাদের এই দেশে রয়েছে মহান আল্লাহর দানকৃত অসংখ্য নিয়ামাত!
যার মধ্যে ফল অন্যতম!
তাই আসুন, আজ আমরা আমাদের দেশে উৎপাদিত কিছু ফলের সাথে পরিচিত হয়েনি!
তার আগে আপনার কাছে আমার বিনিত আনুরোধ, যদি আপনার সাধ্য থাকে, মধুমাখা এই মাসে আপনার আসে পাশের অসহায়, দুস্থ, দারিদ্র্য এবং ফল কিনার সামর্থ্যহীন ব্যাক্তিদের সাধ্যমত কিছু ফল উপহার দিয়ে তাদের অসহায় মুখগুলো তে একটু খানি হাসি ফুটাতে সহায়ক হন!
ঐ অসহায় মুখ গুলোর হাসি কত সুন্দর, না দেখে কখনো উপলব্ধি করতে পারবেন না!
এর ফলে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন!!!
ভাবছেন, ফল দেখানো নামে আবার কি ক্যাচাল শুরু করলাম?
না,এইবার দেখুন মধুমাখা দেশিও ফল গুলো!
অল ফটো কালেক্টেড ফ্রম ইন্টারনেট!
আসা করে আপনার অনুভুতির কথা অবশ্যই জানাবেন!
ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে আমার এই ক্ষুদ্র আয়োজন ঘুরে দেখার জন্য!
বিষয়: বিবিধ
২৪৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ, আপনার মুল্যবান মন্তব্যটির জন্য!
ভালো জিনিস অবশ্যই এখনো আছে!
এসব নিয়ামত এখন মানুষের লোভের কারণে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ।দেখতে কাহোয়ার ইচ্ছা জাগলেও দামের কথায় আবার সেই ইচ্ছাটা দমে যায়।
দামের চেয়েও সবচেয়ে বড় ক্ষতির কারন একে বিষাক্ত করে তোলার নানা আয়োজন ।
এরকম করে শুধু আমাদের দেশেরই কিছু কুলাঙ্গারেরা ।
খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টকারীদের ফাঁসির মত সাজায় আনা উচিত।
ধন্যবাদ আপনাকেও!
কেউ কি ভাবছে এই ফলগুলি কিভাবে ভাল থাকছে মাস খানেক এর সমুদ্রযাত্রার পরেও!
আসলেই আমরা কি কেউ কখনো ভেবেছি যে,বিদেশী ফল গুলো কোন মানের?
মন্তব্য করতে লগইন করুন