কোন পথে হাটছে আমাদের মানবতা?!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৩ মে, ২০১৫, ১২:৫৪:২৯ দুপুর
ম্যাম ক্লাসে বলতেছিলেন যে মানব পাচারে নাকি
দেশের রুট লেভেল থেকে আপার লেভেল
পর্যন্ত সবাই জড়িত(আমি একমত ) তাই সবাই আজকের
এই দুর্দিনেও কেমন জানি মুখে কুলুপ এটে বসে
আছি।
কোন অবস্থাতেই আমরা মুখ খুলতে চাচ্ছি না
খোদ আমার দেশের প্রধানমন্ত্রীও। আমরা সবাই
যে যার কাজে ব্যস্ত।
কেউ কেউ তো আবার অনেকটা মুখ ভেংচিয়ে
বলেই ফেলছেন " নিজের প্রান হাতে নিয়ে
কেন বিদেশ যেতে চাচ্ছিলে হে??
মহারাজ তুমি সাধু হইলে আমি আজ চোর বটে। কথা
সত্য চোরেরা সাধু সাজলেই তখন আমাকেই যে
চোর হতে হবে (দুঃখজনক)।
দেখো ভাই তোমরা প্রসাব করলেও দোষ
নেই। আমরা থুথু ফেললেই দোষ?? আজব এক
দেশ মাইরি .......
এখানে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর
মানুষেরও অভাব নেই। আবার অন্যের পিন্ডি টানার মত
বুদোদের ও অভাব নেই। অভাব নেই আমার মত
সাক্ষী গোপালের ও। শুধু অভাব হচ্ছে এমন
একজনের যে সে এসে বলবে এমনটা কেন
করছো হে চুদির ভাই???
ইস্যুর নিচে চাপা পড়ছে বাংলাদেশ। আজকে এই
ইস্যু তো কালকে সেই ইস্যু। আর সেই ইস্যু
কে টিস্যু বানিয়ে টয়লেট এর বিন ভর্ত করছি আমরা
lolzzzzz ........আজকে রানা প্লাজা তো কালকে
পিনাক ৬ পরশু আবার বিজ্ঞান লেখক মকলেস দের
পকাত পকাত। একটা ইস্যু ভাল করে না পরিষ্কার হতেই
আরেকটা এসে হাজির।
তাই আসুন আমার মত ক্ষুদে ব্লগাররাও ইস্যু কে টিস্যু
বানিয়ে ব্লগের হোম পেইজ ভর্তি করি।
ফিলিংস : সময় থাকতেই টিস্যু পরিষ্কার করুন। না হলে
খাবারের অভাবে টিস্যু গিলে খাওয়া বড্ড বেমানান ।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Good advice. Unfortunately, none could clean up the tissues that you are talking about.
We could be wrong (Allah knows best) but it is clear - if one thinks and ponders on quranic ayat and hadiths on yajooj and majooj and lists up their characteristics - they will find the exact matches of certain people in power and society from east to west, north to south.
If brothers who has knowledge on quranic grammer knows the meaning and roots of the words yajooj and majooj - then surely those brothers will know why the governments of world or more specifically the Hasina's government are harming, maiming, killing people, parties, groups etc. and then blaming or turning them i.e. mujlum to a force of evil doers.
Unfortunately, we cant see, we cant research, we cant ponder any more - as the religion of islam is became a property of some sects of muslims who only accepts what they think is right, rather what quran or hadith says.
So, we all are blaming this or that but failing to identify the todays problem using quran and hadiths.
মন্তব্য করতে লগইন করুন