পুরনো প্রত্যয়........

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৭ এপ্রিল, ২০১৫, ১১:১৩:৫২ রাত

সম্মুখে বিস্তীর্ণ মাঠ আর অগাধ

জলরাশি-

এর মাঝে করুণ সুরে কে যেন বাজায়

বাঁশি!

মৃদু বাতাস যখন গাছের শাখায় দিয়ে

যায় দোলা-

তখন আমি একা বসে আছি, সামনে

খাতা খোলা!

দূরে দেখা যায় সমূদ্র আর উপরে যে

নীল আকাশ-

যতই দেখি একাকী আমি ততই হচ্ছি

হতাশ।

সবকিছুর মাঝে বসেও মনে হয় কি

জানি কি নাই-

ভুলে যাওয়া মনের অন্তরালে যদি তা

খুঁজে পাই!

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317407
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! কবিতাটি কিন্তু ভারি সুন্দর হয়েছে! কিন্তু হতাশ না হওয়ার আবেদন রইলো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File