ধর্ষিতা নিলা..........

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১২ নভেম্বর, ২০১৪, ১২:৩৬:২০ দুপুর

১) নীলার কেবল বোঝার মত বয়স হয়েছে।

সে লক্ষ করল তার চাচাত ভাই

নানা বাহানায় তার শরীর স্পর্শ করে।

সে সব বোঝতে পারল। কিন্তু কিছুই

করতে পারল না লোকলজ্জার ভয়ে।

২) নীলা তখন সেভেনে পড়ে। তার

হোমটিওটর নানা বাহানায় তার হাত ধরে।

এবারও তার কিছুই করার নেই নীরবে সহ্য

করা ছারা।

৩) নীলা তখন নাইনে পড়ে। ওদের

বাড়িতে

সেদিন অনেক মেহমান এসেছে।

সেদি ওকে শুতে হল ওর ফুফা আর ছোট

ফুফাত বোনের সাথে। রাতে হঠাৎ

সে জেগে ওঠে। সে বোঝতে পারে কেও

পেছন দিক থেকে জরিয়ে ধরেছে।

সে আবারও মুখ বুজে সহ্য করে গেল।

৪) নীলা তখন ফাস্ট ইয়ারে পড়ত। গ্রামের

বাড়ি বেড়াতে গিয়েছে। তার ছোগ

চাচাত ভাইটাকে কোলে নিয়েছিল।

ওকে চাচার কোলে ফিরিয়ে দেওয়ার সময়

তার চাচার হাত হঠাৎই তার বুকে টাচ করল।

সে এবারও নিশ্চুপ।

৫) নীলা তখন মেডিকেল কলেজে পড়ে।

সে দেখতে খুব সুন্দর হয়েছে। স্যার

তাকে প্রতিদিনই ফিজিকাল রিলেশন

সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করত। সে লজ্জায়

উত্তর না দিলে শাস্তি দেওয়ার

অযুহাতে আলতু করে তার হাতে চাপ দিত।

আর উত্তর দিলে বাহবা জানানোর

ভঙ্গিমায় পিঠে হাত বুলিয়ে চলে যেত।

তখনও নীলা প্রতিবাদ করার সাহস পেল

না।

৬) কিছু দিন হল নীলার বিয়ে হয়েছে। তার

স্বামী ব্যাবসায়িক কাজে বিদেস

গিয়েছে। তার দেবরটা সারাক্ষন তার

বুকের দিকে তাকিয়ে থাকে।

নীলা এখনও

সব বুঝে। কিন্তু সে অসহায়। তাই আজও সব

সহ্য করে চলছে না বোঝার ভান

করে..............

এভাবেই প্রতিনিয়ত প্রিয়জনদের কাছেই

ধর্ষিত হয়ে যাচ্ছে কোটি কোটি নীলা।

নীলারা আর কত মুখ বুজে সহ্য করবে। এবার

আওয়াজ তুল। আর

যারা নীলাদেরকে প্রতিনিয়ত ধর্ষন

করে চলছ তোমরা কি ভুলে গেছ

তোমাদেরও মা, বোন, মেয়ে, স্ত্রী আছে?

তাদের কি অন্য পুরুষেরা কামনার

চোখে দেখে না???

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283538
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
কাহাফ লিখেছেন :
ধর্মীয় মুল্যবোধের অভাব এর জন্য অনেকাংশেই দায়ী! সতর্ক ও হুশিয়ারী পদক্ষেপ কিছু টা হলেও অবস্হার পরিবর্তন হতে পারে!!
283541
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
মামুন লিখেছেন : আমিও কাহাফ ভাইয়ের সাথে একমত। আমাদের পরিবার থেকেই এই নীতিবোধ এবং নারীর প্রতি মর্যাদাসুলভ ব্যবহার শিক্ষা দেয়াটা অতীব জরুরী।
ধন্যবাদ। Good Luck Good Luck
283545
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাগো Whew! Whew!
283546
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : তবুও আমাদের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া যাবে না!
283571
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
আল সাঈদ লিখেছেন : আল্লাহর ভয় না থাকলে এমনিই হওয়াটা স্বাভাবিক।
283663
১২ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৪
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File