আল্লাহ কেন ইসলামে নারীদের জন্য নিয়ামত নির্দিষ্ট করে দেন নি?

লিখেছেন লিখেছেন নুমান আলী খান কালেকশন বাংলা ২৫ মার্চ, ২০১৫, ০৭:৩১:০৪ সন্ধ্যা

বিসমিল্লাহির রাহমানীর রাহীম



মেয়েদের কাছ থেকে একটি অভিযোগ আমি শুনি, ওনারা সরাসরি জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করেন এইভাবে, "উস্তাদ আমার এক বান্ধবীর প্রশ্ন আছে (আসলে প্রশ্নটি ওনারই kiki emoticon ) কুর'আনে কেন মেয়েদের পুরষ্কারের নাম বলা নেই? ছেলেদের জন্য যেমন বলা আছে সম্পদ, নারী ইত্যাদি। আমি আমার বান্ধবীকে কী উত্তর দিব?"

ব্যাপারটা আমি একটু পরিষ্কার করি। আ্মি একটা ছোট খাট পরীক্ষা করেছি। আমি ছেলেদের ক্লাসে গিয়ে প্রত্যেককে ছোট একটি কাগজ দিয়ে বললাম, হালাল-হারামের ব্যাপার যদি না থাকত, তোমরা কী কী কামনা করতে সেটা এই কাগজে লেখ। কাগজে নিজের নাম লেখার কোন দরকার নেই। লেখা শেষ হলে সামনে রাখ।

ছেলেরা দ্রুত হাসি মুখে কাগজ জমা দিয়ে দিল। আর সুবহানাল্লাহ, দু'একজন ছাড়া প্রায় সবার উত্তর একই, আর কী দিয়েছে? আশা করি আমাকে ভেঙ্গে বলতে হবে না। Happy Happy

এবার আমি মেয়েদের ক্লাসে গিয়ে একই জিনিস তাদেরকে করতে বললাম। সুবহানাল্লাহ, কী চিত্র দেখলাম! ওরা অনেক সময় নিচ্ছিল আর তার উপর একেকজনের একেকরকম উত্তর। দেখলাম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, "এই, তুমি কী লিখছ?" আরেকজনকে দেখলাম কাগজ জমা দিয়ে আবার ফেরত চাচ্ছে বলে আমি আগেরটাতে ভুল লিখেছিলাম। আরেকজন লিখল "এটা অনেক কিছুর উপর নির্ভর করে।" আর অনেকজন খালি কাগজ জমা দিয়ে দিল, সিদ্ধান্তে আসতে পারেনি এই অল্প সময়ে।

ছেলেদের ব্যাপারে এরকম কিছুই হয়নি। কোন ছেলেও লিখে নাই "এটা অনেক কিছুর উপর নির্ভর করে।" পুরুষদের ব্যাপারে ধমাধম উত্তর। আমি বলছিনা সব পুরুষরা একই রকম। অনেক পুরুষ আছেন সন্ন্যাসীদের মত জীবনযাপন করেন কিন্তু সাধারণভাবে পুরুষদের চাহিদা কী সেটা সহজেই বলা যায়। পুরুষদের প্রোগ্রাম করাই হয়েছে এইভাবে।

কুর'আনেও এসেছে, লোকদের জন্য মনোরম করা হয়েছে নারীদের সাহচর্য, সম্পদের ভাণ্ডার ইত্যাদির একটা লিস্ট। কুর'আনে পুরুষদের জন্য যেসব পুরষ্কারের কথা এসেছে এসব ব্যাপারে পুরুষরা প্রশ্ন তোলে না।


কিন্তু মহিলাদের ব্যাপারটা ভিন্ন। তাদের বিয়ের আগে চাহিদা একরকম, স্ত্রী হলে আরেকরকম, মা হলে সম্পূর্ণ আরেকরকম। তারা সবসময় ভালোটাই চায়। তাদের ব্যাপারে কুর'আনে এসেছে তারা অদেখা বিষয়ে চিন্তিত থাকে।




কুর'আনে আল্লাহ মহিলাদের ‪পুরষ্কার‬ এর নাম না বলে দিয়ে তাদের সম্মান দিয়েছেন। কারণ দিন শেষে প্রত্যেক মহিলার চাহিদা ভিন্ন।


আচ্ছা ধরুন, কুর'আনে বলে দেওয়া হল মহিলাদের জন্য এই এই পুরষ্কার। ধরি একটা বিশাল বুটিকের দোকান। কিন্তু, এমন একজন মহিলা কি থাকবে না যে বলবে, আচ্ছা পুরষ্কার যেটা বলা আছে কুর'আনে ভালোই, খারাপ না, কিন্তু আরও ভালো কিছু হতে পারত। বলেন, এই প্রশ্ন কোন না কোন মহিলা তুলতেন কিনা?

সুবহানাল্লাহ, আল্লাহ তাদের ব্যাপারটি উন্মুক্ত রেখে দিয়েছেন। পুরষ্কার না উল্লেখ করেই তাদের সম্মান করেছেন।

-- উস্তাদ নুমান আলী খান এর "Quran With Young Adults" লেকচার থেকে

(তার মানে এটা ভাবার দরকার নেই যে কোন নারী সন্তুষ্ট হবে না।
কোরআনের অনেক আয়াত এসেছে ঈমানদার নারী-পুরুষ সবাই আল্লাহর পূর্ণ সন্তুষ্টি ও ক্ষমা পাবেন। আল্লাহর প্রতি পূর্ণতৃপ্তি ও আল্লাহ নর-নারীর প্রতি সন্তুষ্ট থাকবেন। কোন পুরুষের তুলনায় কি দেওয়া হবে সেটা নয় বরং আল্লাহ আমাদের সবাইকে আমাদের মনস্তাত্ত্বিক চাহিদা অনুযায়ী সন্তুষ্ট করে দিবেন এটাই আসল কথা।
পুরুষের সাথে এগুলোকে তুলনা করা মানে কোরআনের মূল জিনিসগুলো না বুঝা)

আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা'আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী। [আত-তউবাঃ ৭১]

যে লোক পুরুষ হোক কিংবা নারী, কোন সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণ ও নষ্ট হবে না। [আন-নিসাঃ ১২৪]

এবং মহিলা সাহাবীদের প্রশ্নের উত্তরে ডাইরেক্ট নাযিলকৃত আয়াত।



নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার। [আল-আহযাবঃ ৩৫]

প্রয়োজনীয় লিংকসমূহ

----------------------------

ফেইসবুক - https://www.facebook.com/NAKBangla

ইউটিউবঃ YouTube.com/NAKBangla

আর্টিকেলঃ FB.com/NAKBangla/notes

অডিওঃ soundcloud.com/NAKBangla

ভিমিওঃ vimeo.com/NAKBangla

অন্যান্যঃ



উস্তাদ নুমান আলী খানের ইংরেজী লেকচারসমূহঃYouTube.com/NAKcollection

উস্তাদ নুমান আলী খানের তাফসীরের অনুপ্রেরণায় বাংলায় সাইটঃ quranerkotha.com

বিষয়: বিবিধ

১৫৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311078
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৯
252261
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : ধন্যবাদ ভাই। Happy
311081
২৫ মার্চ ২০১৫ রাত ০৮:৩৯
দ্য স্লেভ লিখেছেন : নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, , যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার। [আল-আহযাবঃ ৩৫]
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৯
252262
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : Happy Happy
311083
২৫ মার্চ ২০১৫ রাত ০৮:৪৫
মেরাজ লিখেছেন : যাযাকাল্লাহ
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
252263
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : জাযাকাল্লাহ আপনাকেও ভাই। Happy
311091
২৫ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো , যাজাকাল্লাহ,,,,,,,,,,,,,,,,
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
252264
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : জাযাকাল্লাহ আপনাকেও ভাই। Happy
311104
২৫ মার্চ ২০১৫ রাত ১১:০১
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:১০
252265
নুমান আলী খান কালেকশন বাংলা লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান আপনাকেও। Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File