সম্পর্কের পরিচয় বন্ধু

লিখেছেন লিখেছেন আব্দুর-রহিম ০৯ নভেম্বর, ২০১৪, ১২:৪৯:১৪ দুপুর

বন্ধু এমন এক সম্পর্ক হাজার ঝরের মধ্যেও অটুট থাকে,

কারন বন্ধুর জন্য মনের ঘরের একটি দরজা সব সময় খোলা থাকে,

যখন মনে চায় সে আসে, আবার যখন মনে চায় সে চলে গেল,

তাতে বন্ধুত্ত কোনদিন বিচ্ছিন্ন হয় না।

এই ঈদে আমি বাড়িতে গিয়ে অনেক মজা পেলাম,

তার কারণ আমার সকল পুরনো বন্ধুদের সাথে দেখা হল, প্রত্যেক দিন রাত ২.৩০ পর্যন্ত কথা হয় কিন্তু কথা যেন শেষ হয় না,

আমি একটা বিষয় খেয়াল করলাম, কারও মনটা একটুকুও পরিবর্তন হয় নাই,

আগে যেমন ছিল এখনো তেমনি আছে।

এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি কতটুকু আনন্দে ছিলাম,

হয়ত সময়ের অভাবে কেউ কারও খবর নিতে পারি নাই,

তাই বলে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে সেটা কি হয়?

আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চিরদিন এমন ভাবে চলতে পারি,

আমাদের মনে যেন হিংসা নিন্দা প্রবেস করতে না পারে, সবার কাঁদে কাঁদ রেখে চলতে পারি,

কোন ভাবেই যেন আমাদের সম্পর্ক ফাটল না ধরে।

আমি এত খুশি হয়েছি যা আপনাদের বুঝাতে পারব না,

তাই পোস্ট টা না করে পারলাম না।

লেখায় ভুল হলে মাফ করবেন।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282573
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাদের বন্ধুত্ব অটল থাকুক সেই কামনাই করি সবসময়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File