চিরন্তন সফলতা অনিবার্য
লিখেছেন লিখেছেন সাহসী ০৯ নভেম্বর, ২০১৪, ১২:৩৫:২৩ রাত
ইসলামী আন্দোলন আল্লাহর বিশেষ নেয়ামত এবং বহমত। এই আন্দোলনের অসংখ্য সফলতার মাঝে কুরআনের ভাষায় কয়েকটি সফলতা এবং পুরস্কার:
১। অতীতের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।
২। অত্যন্ত আরামদায়ক জান্নাতে প্রবেশ করা হবে।
৩। আল্লাহর অফুরন্ত সাহায্য অবধারিত।
৪। বিজয়টি অতি নিকটবর্তী।
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই সফলতা অনুভব করা কঠিন হলেও এই সফলতা দান করা আল্লাহর সুনির্দিষ্ট ঘোষণা সুরা আস সফে।
কুরআনের ভাষায় এই অসামান্য সফলতা অর্জনের জন্য আল্লাহ তায়ালা বর্তমান সময়ে আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছেন। একজন মেধাবী ছাত্র পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হলে ভেঙ্গে পড়েনা, হতাশ হয়না। বরং সে আরো আনন্দিত হয। বর্তমান সময়েও ব্রিলিয়ান্ট ঈমানের অধিকারী জনশক্তিরা কঠিন পরীক্ষায় ভাল উত্তর দিয়ে এক্সিলেন্ট রেজাল্ট কিংবা চিরন্তন সফলতা অর্জন করতে পারবে।
এই সমযে কঠিন পরীক্ষায় উত্তীর্ণের জন্য প্রয়োজন:
১। প্রচুর ধৈর্য,
২। সাহসিকতা,
৩। ইসলামী আন্দোলনের ইতিহাস ঐতিহ্যের জ্ঞান অর্জন।
পরিশেষে, কারবালার প্রান্তরে ১০ মহররম ইয়াজিদ ক্ষমতার লোভে ইতিহাসের সবচেয়ে বর্বর নির্যাতন করে তৎকালীন সময়ের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে শহীদ করে। বর্তমানে আমাদের জাতীয় নেতৃবৃন্দের ত্যাগের এই কারবালাও ইসলামী আন্দোলনের চূড়ান্ত সফলতা বা বিজয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।
সবশেষে কারাগারে শ্রদ্ধেয় মীর কাশেম আলী সাহেবের মোনাজাতই রবের নিকট “তোমার উত্তম ফয়সালা, রহমত ও বরকত সম্পর্কে আমরা যেনো হতাশ হয়ে না পড়ি। এজন্যে আমাদের চিত্তকে শক্তিশালী করে দাও।”
বিষয়: রাজনীতি
৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন