দয়া করে একটু সাহায্য করবেন কি?
লিখেছেন লিখেছেন আলমাস ১৫ নভেম্বর, ২০১৪, ০৭:২৫:৪৫ সন্ধ্যা
মানুষ কে কখন কোথায় বিপদে পড়বে সেটা বলা মুশকিল। এতো বছর চাকরি করার পরে এমন বিপদে পড়বো কখনো ভাবিনি। নিজস্ব মন্ত্রনালয়ে থাকতে এমন কখনো মনে হয়নি। কিন্তু সরকারী চাকরীর কারণে এমন অবস্থা হবে কখনো বুঝিনি। সরকার প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠিয়েছে। গত কয়েক মাস থেকে প্রেষণে আছি। কিন্তু এখানে চারিদিকে বিপদ আর বিপদ। নিজের মন করতে না চাইলেও বা নিজের কাছে অন্যায় মনে হয় এমন কাজ করতে না চাইলেও সেটা করতে হচ্ছে। জানি না কবে এসব অন্যায় থেকে আল্লাহ মুক্তি দিবে।
তবে যদি কোন সহৃয়বান ব্যক্তি একটু সাহায্য করেন তবে ,আল্লাহ রহমতে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।
প্রেষণ বাতিল অথবা বদলীর ব্যাপারে, তবে প্রেষণ বাতিল হলে ভাল হয়। আবার প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ফিরে যেতে চাই।
কারো ঘনিষ্ঠ বা কাছের কোন আত্মীয় যদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বা কোন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা থাকে , তবে একটু সাহায্য করলে অনেক উপকার হবে।
তাহলে অনেক অন্যায় কাজ থেকে নিজেকে বাচিঁয়ে রাখতে পারবো।
কোন ব্যক্তি যদি সাহায্য করতে পারেন। তাহলে দয়া করে , একটু ইনবক্স করবেন।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরেও চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন।
অব্যবস্হাপনা আর দূর্নীতি প্রতিটা সেক্টর কে গ্রাস করে ফেলেছে আজ! অনিচ্ছাকৃত ভাবেই জড়িয়ে যাচ্ছে অন্যায় কাজে!
ভাই ,আপনার জন্যে মহান রবের কাছে এই দোয়াই করতে পারি শুধুঃ হে আল্লাহ! তোমার অসহায় এই বান্দা কে সাহায্য কর! আমিন!
মন্তব্য করতে লগইন করুন