দয়া করে একটু সাহায্য করবেন কি?

লিখেছেন লিখেছেন আলমাস ১৫ নভেম্বর, ২০১৪, ০৭:২৫:৪৫ সন্ধ্যা

মানুষ কে কখন কোথায় বিপদে পড়বে সেটা বলা মুশকিল। এতো বছর চাকরি করার পরে এমন বিপদে পড়বো কখনো ভাবিনি। নিজস্ব মন্ত্রনালয়ে থাকতে এমন কখনো মনে হয়নি। কিন্তু সরকারী চাকরীর কারণে এমন অবস্থা হবে কখনো বুঝিনি। সরকার প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠিয়েছে। গত কয়েক মাস থেকে প্রেষণে আছি। কিন্তু এখানে চারিদিকে বিপদ আর বিপদ। নিজের মন করতে না চাইলেও বা নিজের কাছে অন্যায় মনে হয় এমন কাজ করতে না চাইলেও সেটা করতে হচ্ছে। জানি না কবে এসব অন্যায় থেকে আল্লাহ মুক্তি দিবে।

তবে যদি কোন সহৃয়বান ব্যক্তি একটু সাহায্য করেন তবে ,আল্লাহ রহমতে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।

প্রেষণ বাতিল অথবা বদলীর ব্যাপারে, তবে প্রেষণ বাতিল হলে ভাল হয়। আবার প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ফিরে যেতে চাই।

কারো ঘনিষ্ঠ বা কাছের কোন আত্মীয় যদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বা কোন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা থাকে , তবে একটু সাহায্য করলে অনেক উপকার হবে।

তাহলে অনেক অন্যায় কাজ থেকে নিজেকে বাচিঁয়ে রাখতে পারবো।

কোন ব্যক্তি যদি সাহায্য করতে পারেন। তাহলে দয়া করে , একটু ইনবক্স করবেন।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284537
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
আফরা লিখেছেন : আল্লাহর কাছে বেশী করে দুয়া করেন দুনিয়াতে মানুষ যে ভাবে চলতে চায় আল্লাহ তাকে সেটারই সুযোগ করে দেন ।আপনার সদিচ্ছা ও নিয়ত যদি সহীহ থাকে তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে । ইনশা আল্লাহ !
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
227727
আলমাস লিখেছেন : কিন্তু সবচেয়ে বড় কথা হল ,আমি আমার উচ্চ পদস্থ কর্মকর্তার আদেশ পালন করতে বাধ্য।
তারপরেও চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন।
284545
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩০
আলমাস লিখেছেন : বোন আল্লাহর কাছে সবসময় দোয়া করছি। কিন্তু জানি না কতক্ষণ টিকে থাকতে পারব। ইতিমধ্যে কিছু মানুষের বিরাগভাজন হয়েছি। এমন কি উচ্চ পদস্থ কর্মকর্তারও বিরাগ ভাজন হয়েছি।
284548
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
ফেরারী মন লিখেছেন : ঘটনাটা দুঃখজনক। আজ যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আপনাকে বান্দরবানে ট্রান্সফার করে দিতাম। সেখানে আরামে থাকতেন। Sad Sad Crying Crying
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
228097
আলমাস লিখেছেন : হা হা হা তাও ক্ষতি ছিল না। অনেক অন্যায় কাজ থেকে মুক্তি পেতাম তাহলে।Crying Crying
284566
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Allah will help you, do not worry.
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৪
228098
আলমাস লিখেছেন : ধন্যবাদ ভাই সমবেদনা জানানোর জন্য। দোয়া করবেন।
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
228102
আলমাস লিখেছেন : ধন্যবাদ আপু সমবেদনা জানানোর জন্য। দোয়া করবেন।
284645
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৪
কাহাফ লিখেছেন :


অব্যবস্হাপনা আর দূর্নীতি প্রতিটা সেক্টর কে গ্রাস করে ফেলেছে আজ! অনিচ্ছাকৃত ভাবেই জড়িয়ে যাচ্ছে অন্যায় কাজে!
ভাই ,আপনার জন্যে মহান রবের কাছে এই দোয়াই করতে পারি শুধুঃ হে আল্লাহ! তোমার অসহায় এই বান্দা কে সাহায্য কর! আমিন!
I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
228099
আলমাস লিখেছেন : আমিন। দোয়া করবেন ভাইয়া।
284669
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৮
আল সাঈদ লিখেছেন : সরকারের কোন সেক্টরেই ভাল নেই। তাইতো বেসরকারী চাকুরী পছন্দ করি। আল্লাহ কাছে কঠিন করে দোয়া করতে থাকেন আর ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
228100
আলমাস লিখেছেন : দোয়া করবেন ভাইয়া।
284714
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
এস এম আবু নাছের লিখেছেন : আল্লাহ সহায় হোন। আমীন।
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
228101
আলমাস লিখেছেন : দোয়া করবেন ভাইয়া।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
228193
এস এম আবু নাছের লিখেছেন : ফি আমানিল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File