ইসলামি (নারীদের) নগ্নতা..........................
লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৯:২৭ রাত
নারীদের পর্দা নিয়ে ইসলাম বেশ কড়াকড়ি করে। কিন্তু তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে, ইসলামে নারীদের নগ্নতা বৈধ নয়। বরং ইসলামি আইনে নারীরা নিকটাত্মীয় পুরুষদের সামনে খুব বিচ্ছিরি রকম ভাবে অর্ধনগ্ন হয়ে, এমনকি স্তন উন্মুক্ত রেখে, থাকতে পারে। ইসলামে পরপুরুষদের সামনে নারীদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হয়, কিন্তু মাহরাম পুরুষদের সামনে নারীদের শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত আর সাথে পেট ও পিঠ ঢেকে রাখলেই পর্দা হয়ে যায়।
প্রমাণস্বরুপ আমরা ইসলামি শরিয়ার হানাফি আইনের দিকে লক্ষ করতে পারি। বাংলাদেশের তো বটেই, এমনকি সারা বিশ্বের অধিকাংশ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। কিন্তু মডারেট মুসলিমগুলো ইসলামের অসভ্যতার ব্যাপারগুলো জানে না, শুধু চোখে ঠুলি পড়ে কয়েকটা ভাল কথা শুনেই 'ইসলাম মহান' এটা মেনে নেয়, কিন্তু প্রকৃত ইসলাম আর পালন করতে পারে না।
ইসলামি শরিয়ার হানাফি আইনের শ্রেষ্ঠ বই 'আল হিদায়া' থেকে কী পাওয়া যায়, দেখা যাক।
১. পুরুষরা তাদের মা, বোন, কন্যা, খালা, ফুফু, ভাগ্নি, ভাতিজি ইত্যাদি নারী আত্মীয়ের নগ্ন বুক দেখতে পারবে। উদ্ধৃতি দিচ্ছি আল হিদায়া থেকে:
পুরুষ তার মাহরাম মহিলাদের মুখমন্ডল, মাথা, বক্ষ, উভয় পায়ের নলা, এবং উভয় বাহুর প্রতি নযর করতে পারবে; কিন্তু তার পিঠ, পেট ও রানের প্রতি নযর করবে না।
(আল হিদায়া, ৪র্থ খন্ড, পৃষ্ঠা-১৭৪, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
২. শুধু দেখতে নয়, পুরুষরা তাদের আত্মীয়া নারীদের স্তন ছুঁতেও পারবে। উদ্ধৃতি দিচ্ছি আল হিদায়া থেকে:
মাহরাম মহিলার যে অঙ্গের প্রতি নযর করা জাইয, তা স্পর্শ করাতে কোন দোষ নেই।
(আল হিদায়া, ৪র্থ খন্ড, পৃষ্ঠা-১৭৪, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
বিষয়: বিবিধ
১৯১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা ইসলাম মানে তারা সেরকম চলবে। পাগল ছাগল।
যারে পছন্দ না তারে নিয়া হুদাই মাথা খাটানো পাগলের কাজ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : যারা ইসলাম মেনে চলে তাদের সবাই গাধা। সারাক্ষন আল্লা/বিল্লা করে আর ইহুদী-নাসারা'দের কিল গুতা খায়।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আল হিদায়া, ৪র্থ খন্ড, পৃষ্ঠা-১৭৪, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশA PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হানাফিরা কি হিন্দু, নাকি ইহুদী??A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইসলাম তো নানান কিসিমের, আপনি কি? শিয়া, সুন্নি, সালাফী, ওহাবী, হানাফি, আহম্মদী, ইয়াজিদী, কোরাণ ওনলি, আহলে সুন্নতি, হেফাজতি, জামাতি, তবলিকি, তালেবানি, আইসিস, বোকোহারাম...... কিনটি???A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : "ইসলামের কোন প্রকার নাই। ইসলাম একটাই।"এটা তো পুরানো প্যাচাল, চর্বিত চর্বন। কিন্তু বাস্তবে আমরা দেখি সব ইসলামবাজের খুতির ভিতর জেহাদী চাক্কু লুকিয়ে রাখে। সুযোগ পেলেই একে অপরের পিঠে বসিয়ে দেয়। এই নাকি ইসলাম?
থাকেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। বরং হিংসায় অন্ধ হতে থকবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আমার ধারণা মোটেও ভুল না। জন্মলগ্ন থেকে ইসলাম এভাবেই চলছে। নবী পরিবারের আলী-আয়শা কি কিতাব পড়তে জানতেন্না? আলী-আয়শা খুনাখুনি করেছেন। আলী-মুয়াবিয়া, কারবালায় হোসেন-ইয়াজিদ। আর এখন? এক ইসলামে ১০০ দল, ১০০০ মাহাজাব এবং মাথা, মুন্ডু, লেজ। সুতরাং মুসলমানদের হিংসায় ইসলাম তলিয়ে যাবে। অন্য কারো দরকার হবে না।মন্তব্য করতে লগইন করুন