এই সেই ৬ জন, আল্লার কলেমার সৈনিক................

লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ১৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৯:১২ রাত



আল্লা তার বান্দার কাছে সোনা-দানা-টাকা-পয়সা কিছুই চান্না। তিনি চান শাহাদাৎ। এই সেই ৬ জন, আল্লার শাহাদা সৈনিক। এরাই খুন করেছেন পেশোয়ারে ১৪২ স্কুল শিশুকে। এটাই প্রথম না, এর আগে এরা গুলি চালিয়েছে শতশত মালালার মত স্কুল শিশুদের উপর। বন্ধ করে দিয়েছে নারী শিক্ষা।

কিন্তু সবচেয়ে মজার ব্যপার- আল্লার জমিনে আল্লার আইন কায়েম করতে যেয়ে আল্লার মুমিনরা এখন নিজেরাই নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পরেছেন।

১। এদের কেউ কেউ রাখঢাক না করেই সাফসাফ বলছে- পাকিস্তানে স্কুল শিশুদের হত্যা করা সঠিক হয়েছে।

২। কেউ আবার একটু ঘুড়িয়ে প্যাচিয়ে দাবি করেন- না, যাদের হত্যা করা হয়েছে তারা কেউই শিশু নয়, ওদের অধিকাংশের বয়স ১৮+, তাছাড়া পাকিস্তানী সৈন্যরা নাকি ওজারীস্তানে তালেবান শিশুদের হত্যা করেছে, তাই : "ঢিলের বদলে পাটকেল"।

৩। আবার আরেক দল আছেন- যারা এখন লজ্জায় মুখ ঢেকে মিনমিন করে ইসলামের মহাত্ব! বয়ান করেন এবং পরক্ষনেই এই শিশু হত্যাযজ্ঞে ইহুদী-নাসারা এবং ভারতের ষড়যন্ত্র খুজে পান।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295637
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:২৫
সামসুল আলম দোয়েল লিখেছেন : Jara allahr bandader hotta kore Tara kokhono Allahr sena hote pare na. Jarai eta korese Tara mujahid noy terrorist.
....
apni jodio baparta inghitpurno bhabe likhesen....Mujahid r terrorist ek noy.

jmon ek noy afgan,Palestinian r Pakistani...
295647
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:২৯
সোহেল মোল্লা লিখেছেন : আপনাকে ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
239192

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ধন্যবাদ.............
295651
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৬
আঃ হাকিম চাকলাদার লিখেছেন : ইছলামের প্রকৃত সৈনিক। এদের জন্যই রয়েছে জান্নাতের পুরস্কার।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
239191

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : একদম সহিহ কথা............
295660
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
প্রবাসী মজুমদার লিখেছেন : এদের মাঝে আর আমাদের প্রধানমন্ত্রীর মাঝে কোন পার্থক্য নেই। পার্থক্য একজন ক্ষমতায় থাকায় অন্ধরা ্ওেকে চোখে দেখেনা। আর ্ওরা ক্ষমতায় না থাকায় সবাই চেোখে দেখে।

কোন মানুষ যে দলেরই হোকনা কেন, অপরাধ অপরাধই। ইসলাম্ওে বলেছে, অপরাধি পিতার জন্য যেমন সন্তান দায়ী নয় তেমনি পিতা্ও অপরাধি সন্তানের জন্য দায়ী নয়। হত্যার জন্য সংশ্লিষ্ট ব্যাক্তি দায়ী।

এজন্য পক্ষপাতদুষ্ট মানুষগুলো্ সমালোচনা বৈ কিছুই করতে পারেনা। কোরানের দৃষ্টিতে কতকলোক কাল হাশরের মাঝে নিজেকেে শহীদ দাবী করল্ওে আল্লাহ তা নাকচ করে দেবে। সুতরাং এসব বিষয় নিয়ে ইসলাম বা মুসলমানদের অন্ধভাবে দায়ী করাটা্ও এক ধরনের অন্ধত্ব নয়কি?
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৪
239188

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনি আসলে ইসলামের ডেমেজ রিপিয়ার করার ব্যার্থ চেষ্টা করছেন। সোজা সাফ প্রশ্ন- ইসলামের মাটি, জল, বায়ুতে কি মাদকতা মিশে আছে যেখানে শুধু সন্ত্রাসীরাই মোটাতাজা হয়! আর তারচেয়ে বড় কথা তালেবান সৈনিকরা কি ইসলাম আপনার চেয়ে কম বুঝে? ধন্যবাদ।
২০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
239504
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আপনার থেকেও পৃথিবীর তাবত লোকেরা কম বুঝেনা। তালেবান ইসলামের মডেল নয়। কোরান ইসলামের মডেল। আক্রোশমুলক সমালোচনায় কোন কিছুই জয় হয়না। ভাল থাকুন।
295663
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : কোন সন্ত্রাসী যদি নিজকে মুসলিম পরিচয় দেয় তাতে কার কি করার আছে? আমার মনে হয় সেসব সন্ত্রাসীদের সঙ্গে পাক সেনাদের লড়াইটা এখন পাল্টাপাল্টি প্রতিশোধের পর্যায়ে চলে গেছে। এক সময় আফগানিস্তানে আমেরিকার মদদে তালেবানরা শক্তি অর্জন করে। আমেরিকা তালেবানকে ব্যবহার করে রাশিয়াকে তাড়ালো। আবার আল কায়েদা নাটক তৈরী করে তালেবানকেই উৎখাত করলো। তালেবানরা হয়ে গেল বিচ্ছিন্ন। শতশত তালেবান নিহত হলো এমনকি এখনো হচ্ছে। যদিও তালেবানকে শেষ করার জন্য শতশত মার্কিন সেনাও নিহত হয়েছে।
তালেবানের অজুহাতে আমেরিকা শতশত মাদ্রাসা- মসজিদ ধ্বংস করেছে। দুঃখজনক হলেও সত্য, এসব সংবাদ খবরের পাতায় খুব কম আসে।
তালেবানদের বাপ-দাদা, স্ত্রী-সন্তানরাও রেহাই পায়নি মার্কিন ড্রোন থেকে। অথচ পাকিস্তান আর্মি নিঃশ্চুপ!
যারা সব হারিয়েও একটু নিঃস্বাস ফেলানোর জায়গাটাও নিরাপদ পায়না ড্রোনের কারনে তারা আর কি করবে?
তবে যেহেতু ইসলাম আত্নহত্যা বা আত্নঘাতী হামলা কিংবা অসহায় নারী-শিশু হত্যা কোনভাবেই সমর্থন করেনা তাই আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। যদিও সেটা প্রতিশোধমূলক।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
239190

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনার এই প্রশ্নের উত্তর পোষ্টেই দেয়া হয়েছে।

"৩। আবার আরেক দল আছেন- যারা এখন লজ্জায় মুখ ঢেকে মিনমিন করে ইসলামের মহাত্ব! বয়ান করেন এবং পরক্ষনেই এই শিশু হত্যাযজ্ঞে ইহুদী-নাসারা এবং ভারতের ষড়যন্ত্র খুজে পান।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File