ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই।

লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ১৭ নভেম্বর, ২০১৪, ০২:৩৬:২০ দুপুর

আমরা সেই ছোটকাল থেকেই শুনে আসছি- মক্কার কাফের'রা নাকি খুব খারাপ ছিল। তারা নবীজির উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে, বিশেষ করে তায়েফে নবীজিকে মেরে রক্তাক্ত করেছে। কিন্তু আল কোরাণের কোথাও এসব কথার উল্লেখ নেই। এমন কি হাদীস গ্রন্থেও নেই। যদিও কোরাণের অনেক সূরা/আয়াতে নবীজির বিয়ে শাদী, ঘটকালি, পাত্রী পছন্দ ইত্যাদি নেহাত ব্যাক্তিগত বিষয়ে বহু কথা আছে। অথচ আল্লার পেরিত পুরুষ নবী মোহাম্মদের উপর নির্যাতনের এত বড় একটি বিষয় কোরাণ-হাদীসে ব্লাক আউট!

নাকি পুরো বিষয়টি বানোয়াট মনগড়া কথামালা, কাফেরদের চরিত্র হনন মুলক মিথ্যা অপবাদ?

বিঃদ্র- একটি মাত্র হাদীসের বর্ণনায় নবীর উপর উটের মাংস নিক্ষেপের চোট্ট একটি ঘটনার উল্লেখ আছে, ব্যাস।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285224
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
সালাম আজাদী লিখেছেন : খুব ভালো লাগলো, এই বয়সে কুরান হাদীস পড়ে শেষ করে ফেলেছেন দেখে। ঠিক এই রকম একটা পোস্ট অনেকবার অনেক নামেই ঘুরে ফিরে এসেছে। আমি আনন্দে নেচে উঠি যখন দেখি আপনাদের মত ব্যস্ত মানুষেরা কুরান হাদীস একদম মুখস্ত করে ফেলেছেন। আল্লাহ আপনাকে অনেক উত্তম জাযা দান করুন
১৮ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
228702

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হাঁ ভাই, এই ভাইটাল প্রশ্নটি বিভিন্ন ফুরামে বারবার সামনে উঠে আসছে। কিন্তু মোহাম্মদ পূজারী মুসলিমরা এর সৎ উত্তর দিতে পরে না। সবাই এটাওটা বলে আপনার মতই পাশ কেটে যায়।
287708
২৫ নভেম্বর ২০১৪ রাত ০১:৫১
যা বলতে চাই লিখেছেন : কাফেরদের মধ্যে কেউ কেউ আল্লাহর নবি (সা.) কে সাহায্য করেছেন কিন্তু ইসলাম গ্রহন করেননি। আবার কেউ কেউ ইসলাম গ্রহন করে নবীজির দুঃখ-সুখের সাথী হয়েছেন। কেউ কেউ ইসলামের দাওয়াতের বিষয়টি এড়িয়ে চলেছেন,কেউ আবার অপপ্রচারে লিপ্ত হয়েছিলেন। কেউ প্রথম জীবনে বিরোধীতা করলেও পরবর্তীতে ইসলাম গ্রহন করেছেন। আবার কেউ কেউ নবীজি এবং তাঁর অনুসারীদেরকে নানাভাবে নির্যাতন করেছেন, আক্রমন করেছেন। হত্যা করেছেন। আপনি বলতে চান- বিষয়টি কুরআন, হাদিস কোথাও আপনি পাননি। আপনি চোখ বন্ধ করে পড়লে অথবা অন্য কিছুকে (নাউযুবিল্লাহ) কোরআন হাদিস মনে করে পড়লে অবশ্য পাওয়ার কথা নয়। আল্লাহ আপনাকে সত্যাশ্রয়ী হওয়ার তওফিক দিন। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File