সুখের সাগরে তুমি <> দুঃখের জীবনে আমি

লিখেছেন লিখেছেন রক স্টার ২৮ ডিসেম্বর, ২০১৪, ০১:২৮:৪১ রাত

Crying২৫শে ডিসেম্বর তোমার বিয়ে হল দাওয়াত পাওয়া সত্তেও আমি যাইনি কারণ তোমার কোন

ক্ষতি হোক আমি তা চাইনা হয়তো আমায় দেখে অজ্ঞান হয়ে যাবে । ৩টি বছর তোমার সাথে

কাটালাম কখনো আভিমান রাগ অহংকার করতে বা আমি করতাম এই ৩বৎসরের মাঝে ঘটে

যাওয়া ঘটনাগুলি বারবার মনে পড়ছে ঘুম নাই আমার চোখে শুধু জল আর জল সবই তোমার

জন্য এখন তুমি অন্যের স্তী আমায় ভূলে যাও তোমার জীবন তুমি গড় আমাকে Call দিয়ে

তোমার সুখের সংসার নষ্ট করনা । তবে একটা ভূল তোমার ও আমার হয়েছে বলেছিলাম

বিয়ের আগে যা ভাল বা খারাপ হইছে এইসব দুজন দুজনকে ক্ষমা করার জন্যে তুমি Call

দেওয়ার সময়টা বাহির করলে না । তোমার সুখের জন্য তুমি মিথ্যা কথা ব্যবহার করতে হবে

আমার তোমার স্বামী জত প্রশ্ন করুক তুমি সত্যেটা বলবেনা বললে তোমায় কষ্ট দিবে ।

I LOVE YOU SHATI>>>>>>>>>>>>>>RJ

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297738
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন : আহারে বেচারা ! প্রেমিকা হাতছাড়া হয়ে গেছে । আর এদিকে গত ২ পোস্টে কোন কমেন্ট নাই ।

ভাল ভাবে স্টাবলিশ হতে চেষ্টা করুন । সাথি তার এখনকার স্বামীকে ডিভোর্স দিয়ে আপনার কাছে ফিরে আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File