সৌদি আরবে পড়তে চাইলে .....Call Me Call Me

লিখেছেন লিখেছেন তার কাটা ১৭ নভেম্বর, ২০১৪, ০৫:১৩:৫৬ বিকাল



সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি টিপস।



ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা মোনাওয়ারা। (মদিনা বিশ্ববিদ্যালয় )

http://www.iu.edu.sa



কিং সৌদ ইউনিভার্সিটি, রিয়াদ।



উম্মুল ক্বোরা বিশ্ব বিদ্যালয়, মক্কা আল মোকাররামা।

http://www.uqu.edu.sa



তায়েফ বিশ্ববিদ্যালয়।

http://www.tu.edu.sa



কিং আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়, জেদ্দা।

http://www.kau.edu.sa



প্রিন্সেস নুরাহ মহিলা বিশ্ববিদ্যালয়, রিয়াদ।

http://www.pnu.edu.sa

উচ্চ শিক্ষার্থে সৌদি আরব এশিয়া ও বিশ্বের মধ্যে এক অন্যতম অবস্থানে রয়েছে । আরবী ও ইসলামী শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব গোটা পৃথিবীর মধ্যে শীর্ষ স্থানীয় দেশ।বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই । রাজধানী রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়, দাম্মাম কিং ফাহাদ পেট্রোল পাম্প মিনারেল বিশ্ববিদ্যালয়, জেদ্দা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সহ বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংরকিং এ শীর্ষ সারির মধ্যে রয়েছে ।

আরব পিছিয়ে নয় বরং সমগ্র পৃথিবীতে যেখানে নারীরা স্বাধীনতার নামে, আধুনিক শিক্ষার নামে নির্যাতিত, ধর্ষিত সেখানে সৌদি আরব নারী শিক্ষার ক্ষেত্রে নিয়ে এসেছে বিপ্লব! নিশ্চিত করেছে নারীর নিরাপত্তা, আধুনিক উচ্চ শিক্ষা ও স্বাধীনতা।

সৌদি আরবেই রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা, উন্নত ও আধুনিক সকল সুবিধা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় । যার নাম “প্রিন্সেস নূরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি ফর উইমেন”। এ ছাড়াও সৌদি আরবের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়েরই রয়েছে মহিলাদের জন্য পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সম্পন্ন সম্পূর্ণ পৃথক ক্যাম্পাস। তা ছাড়াও শিক্ষাঙ্গনের ‘সহশিক্ষা’ নামক সবচেয়ে বড় ব্যাধি হতেও প্রায় সৌদি আরব মুক্ত।

১৩৯৫হি: মোতাবেক ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় । যার অধীনে প্রায় ২৫ টি সরকারি উঁচু মানের বিশ্ববিদ্যালয় রয়েছে । এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোতে সৌদি সরকার সর্ব স্তরের বিদেশী শিক্ষার্থীদের জন্য সহজে উঁচু মানের ও আধুনিক শিক্ষা গ্রহণের সুবিধার্থে বেশ কিছু লক্ষ্যে বৃত্তি প্রদান করে আসছে ।

লক্ষ্যগুলো হল:

• ইসলামের সুমহান বিশ্ব শান্তির বাণীকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেয়ার লক্ষে একদল যোগ্য বাহিনী গড়ে তোলা ।

• আরবি ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে নিয়ে আসা ।

• একদল যোগ্য ক্যাডার বাহিনী গঠন করা, যারা প্রশাসনিক ও বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়তা করবে.. ইত্যাদি ।

লক্ষণীয়:

বিদেশে পড়া শোনা করা সব সময় সবার জন্য কল্যাণ জনক হয় না । একজন আদর্শ ছাত্রের উচিত সব সময় তার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখা । যারা বিদেশে অধ্যয়ন করতে ইচ্ছুক তাদেরকে খেয়াল রাখতে হবে যে, তারা যে দেশে যে বিষয়ে অধ্যয়ন করতে চাচ্ছে সেখানে তাদের লক্ষ্য পূরণে কতটুকু পরিবেশ বিদ্যমান রয়েছে !

বিদেশে যাওয়া, বিবাহ, ইত্যাদি গুরুত্বপূর্ণ ভাল কাজের পূর্বে চিন্তা ভাবনা করা, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সাথে পরামর্শ ও এস্তেখারা করে নেওয়া উত্তম।

সৌদি আরবের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে (মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয় ব্যতীত) বিদেশী শিক্ষার্থীদের জন্য অধ্যয়নের সুযোগ অত্যন্ত সীমিত ।

সৌদি আরবের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ে (মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় ব্যতীত) আরব দেশ সমূহ ব্যতীত অন্য দেশ হতে আগত শিক্ষার্থীদের জন্য প্রথমেই সরাসরি অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ নেই। এক্ষেত্রে তাদের কে প্রথমে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইন্সটিটিউটে ভর্তি হতে হয়। অতঃপর, ভাষা শিক্ষা ইন্সটিটিউটের সন্তোষ জনক ফলাফল অর্জিত হলে, অনার্স কোর্সে অধ্যয়নের সুযোগ হয় ।

সাধারণত ভর্তির শর্ত সমূহে ভর্তির জন্য বিশেষ কোন ভর্তি পরীক্ষা নেওয়া হয় না । তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সাধারণ (আরবি ও ইসলামিক বিষয় ব্যতীত ) কোন বিষয়ে অনার্স ও মাস্টার্স করতে চাইলে IELTS, GRE ইত্যাদি আন্তর্জাতিক মানের পরীক্ষা সমূহের নির্দিষ্ট স্কোরের প্রয়োজন হয় এবং আরবি ও ইসলামিক বিষয়ের ক্ষেত্রে – কিয়াস (আরবি ভাষা সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানের ) পরীক্ষার স্কোরের প্রয়োজন হয় এবং অনেক সময়ই ভর্তির শর্ত সমূহের মধ্যেও পূর্ববর্তী পরীক্ষা সমূহের অতি উঁচু মানের ফলাফল চাওয়া হয় না এবং অন্যান্য বিষয়ে বিশেষ কোন দক্ষতাও চাওয়া হয় না । তবে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতা মূলক ! এখানে পূর্ববর্তী পরীক্ষা সমূহের অতি উঁচু মানের ফলাফল না চাইলেও, ভর্তির সুযোগ পেতে হলে পূর্ববর্তী পরীক্ষা সমূহের ফলাফল অনেক ভাল হতে হয় ।

সৌদি আরবে বিদেশী শিক্ষার্থীদের জন্য এখনও পর্যন্ত মেডিকেলে পড়ার সুযোগ নেই ।

এখানে বৃত্তিতে পড়াকালীন সময়ে বাহিরে কোন প্রকার পার্ট টাইম/ফুল টাইম কাজ করা নিষিদ্ধ । এতে ধরা খেলে জেল জরিমানা হতে পারে এবং পড়াশুনা বন্ধ সহ দেশে ফেরত পাঠানো হতে পারে ।

আবেদনের শর্ত ও প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:-

• আরবি ভাষা ইনস্টিটিউট বা অনার্স পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বয়স ১৭ – ২৩ (কোন কোন বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর ) বয়সের মধ্যে হতে হবে । মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩০ বছর, এবং পি. এইচ. ডি. প্রোগ্রামের জন্য ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে ।

• আবেদনকারী যদি সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান হতে বৃত্তি প্রাপ্ত হয় , তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না।

• ছাত্রীদের বৃত্তিতে আবেদনের জন্য শর্ত হল, তাদের কোন মাহরাম সৌদি আরবের কোন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে, অথবা ছাত্রীর সাথে বৃত্তির জন্য আবেদনকারী হতে হবে, বা সৌদিতে বৈধ ইকামাধারী অবস্থানকারী হতে হবে ।

• শিক্ষার্থী যদি কোন কারণে কোন বিশ্ববিদ্যালয় হতে বরখাস্ত হয়ে থাকে, তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না ।

• সৌদি আরবের স্থানীয় আইন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপর প্রযোজ্য হবে। সুতরাং শিক্ষার্থীদের অবশ্যই তা মানতে হবে ।

• সৌদি আরবের আইনের বাইরে কোন প্রকার রাজনীতি, সন্ত্রাসবাদ, ও চরমপন্থা অবলম্বন করা যাবে না এবং এসবের আলোচনাও করা যাবে না ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালীন সময় বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে থাকবে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে তাদের বৃত্তি কালীন নির্দিষ্ট কোর্স সম্পন্ন হলে দেশে ফেরত চলে যেতে হবে ।

• যারা জন্মগত ভাবে মুসলিম না, তাদের ইসলাম গ্রহণের সনদ পত্র,(যদি প্রযোজ্য হয় )

• যারা ভাষা শিক্ষা ইন্সটিটিউট, ডিপ্লোমা বা অনার্স কোর্সের জন্য আবেদন করতে চায়, তাদের উচ্চ মাধ্যমিক পাশের পর পাঁচ বছরের মধ্যেই আবেদন করতে হবে।

• পাসপোর্ট থাকতে হবে ।

• পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডের টুপি ও চশমা ছাড়া ছবি। (ছবির সাইজ হবে 6/4)

• ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের ইকামার কপি।

• সিভিল সার্জন অফিস হতে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল ফিটনেসের সনদ পত্র নিতে হবে । (প্রাপ্ত মেডিকেল ফিটনেস সনদ পত্রের আরবি অনুবাদ ও নোটারী করা )

• পূর্ববর্তী পরীক্ষা সমূহের সকল সনদ ও নম্বর পত্র গুলোকে অনুমোদিত অনুবাদ কেন্দ্র হতে আরবি অনুবাদ এবং নোটারী করাতে হবে, তারপর এগুলোকে সংশ্লিষ্ট বোর্ড, শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন এবং সর্বশেষ সৌদি এ্যাম্বাসি কর্তৃক সত্যায়ন করতে হবে।

• জন্ম নিবন্ধন পত্রের আরবি অনুবাদ ও নোটারী করাতে হবে ।

• HSC/আলিমের প্রশংসা পত্রের আরবি অনুবাদ ও নোটারী ।

• হাফেজ হলে হিফজ সার্টিফিকেট ও আরবি অনুবাদ ও নোটারী করতে হবে

• নাগরিকত্ব সনদপত্রের আরবি অনুবাদ ও নোটারী ।

• নিরাপত্তা সংক্রান্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে রাখা ( সৌদির অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় এ পত্রটি চায় । এ ছাড়াও সৌদিতে আসার ভিসা পেতে হলে অবশ্যই এ পত্রটি এ্যাম্বাসিতে জমা দিতে হবে ।)

• আবেদনকারীর নিজ দেশের ইসলামিক ফাউন্ডেশন অথবা দুজন বিশিষ্ট আলেম হতে তাযকিয়া (চারিত্রিক প্রশংসা পত্র) নিতে হবে । (এ ক্ষেত্রে আমাদের দেশে যে সকল বিশিষ্ট আলেমগণ তাজকিয়া দেন ও যাদের তাজকিয়া উল্লেখযোগ্য তারা হলেন:-

ঢাকা কাঁটাবন মসজিদের খতিব ডঃ মাও: খলিলুর রহমান মাদানী,

মাওলানা যাইনুল আবেদীন অধ্যক্ষ তা’মীরুল মিল্লাত মাদ্রাসা।

মাও: কামালুদ্দিন জাফরী-জামেয়া কাসেমীয়া, নরসিংদী।

রাবিতাহ আলম ইসলামী (World Muslim League) এর বাংলাদেশের অফিস:-৫/৫ গজনবী রোড, মোহাম্মদপুর, ঢাকা ।

ড. মুহাম্মদ সাইফুল্লাহ আহমেদ কারিম-IIUC, চট্টগ্রাম,

মাসিক মদীনার সম্পাদক মাও: মহিউদ্দিন খান, প্রমুখ ।

• সর্বশেষ উপরে উল্লেখিত সকল কাগজ পত্র গুলো প্রত্যেকটি jpg ফরমেটে প্রায় ২০০ kb সাইজের মধ্যে রেখে অত্যন্ত ভাল ভাবে স্ক্যান করে রাখতে হবে, যাতে করে জুম করলেও ভাল ভাবে পড়া যায় ।

• সার্বিক সহযোগিতা, অনুবাদ, নোটারী, পরামর্শ ইত্যাদির জন্য নিম্নোক্ত

ঠিকানায় যোগাযোগ করতে পারেন :-

বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ

৮৯ গোপিবাগ ( ৪র্থ তলা ) ঢাকা-১২০৩

মোবাইলঃ ০১৮৩৯৮৯৯৮২৭

ই-মেইলঃ

ফেসবুকঃ https://www.facebook.com/bdmadrasah?fref=ts

সুযোগ সুবিধা সমূহ:-

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বেতন ও পরীক্ষার ফি সম্পূর্ন ফ্রি।

• বিশ্ববিদ্যালয় সমূহের কোন কোন বিভাগ ও ইন্সটিটিউট সমূহে সংশ্লিষ্ট বই সমূহ বিনামূল্যে সরবরাহ করা হয় ।

• যারা কোন প্রকার অকৃতকার্য হওয়া ছাড়াই পরীক্ষায় ‘মুমতাজ’ ফলাফল অর্জন করবে তাদের কে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে অতিরিক্ত স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে, এবং তাদের জন্য থাকে পছন্দমত বিশ্ববিদ্যালয়ের উঁচু মানের বিষয় সমূহ বাছাই করে নেয়ার অধিকার ।

• বিশ্ববিদ্যালয় সমূহের নির্ধারিত রেস্টুরেন্ট গুলোতে শিক্ষার্থীদের খাবারের বিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ভর্তুকি দিয়ে থাকে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্রি আবাসনের ব্যবস্থা করে থাকে । উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে বিবাহিতদের পরিবার সহ থাকার সুবিধার্থে ফ্রি আবাসন ব্যবস্থা রয়েছে ।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট হারে (অনার্স, মাস্টার্স, পি. এইচ. ডি.) স্তর অনুযায়ী স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে।

• বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতি বছর বিনামূল্যে নিজ নিজ দেশ হতে ঘুরে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে যাওয়া ও আসার টিকিট ।

• প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হাসপাতাল ও সরকারি হাসপাতাল সমূহে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা রয়েছে ।

• বৃত্তি বিভাগের পক্ষ হতে হজ্ব, ওমরা আদায় করানো হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় ।

• সৌদি আরবের আইন অনুযায়ী শিক্ষার্থীরা ‘‘ফ্যামিলি ভিসার“ জন্য আবেদন করতে পারবে ।

• এছাড়াও সৌদি আরবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাহিরে রয়েছে বিভিন্ন সময়ে সহীহ দ্বীন, ঈমান আকিদা শিক্ষার বিভিন্ন কোর্স, দারস, যেখানে অনেক সময়েই সংশ্লিষ্ট কিতাব সমূহ বিনামূল্যে বিতরণ করা হয়, কোন কোন সময় স্টাইপেন্ডর ব্যবস্থা এবং খাওয়া দাওয়া ও আবাসনের ব্যবস্থা থাকে ।

Shanghai World Ranking-2013 অনুযায়ী কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির অবস্থান ২০১-৩০০ এর মধ্যে। পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে এটি শীর্ষে অবস্থান করছে। প্রত্যেক বছর ১ লা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বিভিন্ন বিষয়ের ওপর মাস্টার্স এবং পিএইচডির স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

পিএইচডি প্রোগ্রামসমূহ:

1. Faculty of Science

BIOLOGY STATISTICS, CHEMISTRY, BIOCHEMISTRY, MATHEMATICS, PHYSICS

2. Faculty of Engineering

CIVIL ENGINEERING, THERMAL ENGINEERING AND DESALINATION, MINING ENGINEERING, ELECTRICAL AND COMPUTER ENGINEERING, CHEMICAL ENGINEERING, AERONAUTIC ENGINEERING

3. Faculty of Meteorology, Environment Arid Land Agriculture

ARID LAND AGRICULTURE, ENVIRONMENTAL SCIENCES, METEOROLOGY, HYDROLOGY AND WATER RESOURCES MAN

4. Faculty of Arts & Humanities

ARABIC LANGUAGE AND LITERATURE, ISLAMIC STUDIE

5. Faculty of Earth Sciences

MINERAL RESOURCES AND ROCKS, ENGINEERING AND ENVIRONMENTAL GEOLOGY

6. Faculty of Marine Science

MARINE BIOLOGY, MARINE PHYSICS, MARINE CHEMISTRY, MARINE GEOLOGY

7. Faculty of Environmental Design

URBAN AND REGIONAL PLANNING

8. Faculty of Computing & Information Technology

COMPUTER SCIENCE

মাস্টার্স প্রোগ্রামসমূহ:

1. Faculty of Science

BIOLOGY, CHEMISTRY, BIOCHEMISTRY, MATHEMATICS, PHYSICS,A stronomical Sciences

2. Faculty of Engineering

THERMAL ENGINEERING AND DESALINATION, MINING ENGINEERING, ELECTRICAL AND COMPUTER ENGINEERING, CHEMICAL ENGINEERING, AERONAUTIC ENGINEERING, Production Engineering & Mechanical System Design,

Faculty of Meteorology, Environment Arid Land Agriculture

ARID LAND AGRICULTURE, ENVIRONMENTAL SCIENCES, METEOROLOGY, HYDROLOGY AND WATER RESOURCES MAN

3. Faculty of Earth Sciences

MINERAL RESOURCES AND ROCKS, ENGINEERING AND ENVIRONMENTAL GEOLOGY, Hydrology, Geophysics

4. Faculty of Marine Science

MARINE BIOLOGY, MARINE PHYSICS, MARINE CHEMISTRY, MARINE GEOLOGY

5. Faculty of Environmental Design

URBAN AND REGIONAL PLANNING, Architecture

6. Faculty of Computing & Information Technology

COMPUTER SCIENCE

আবেদনের জন্য যোগ্যতা:

১. পিএইচডিতে আবেদনকারীর বয়স অবশ্যই ৩৫ বছর, মাস্টার্সে আবেদনকারীর ৩০ বছর এবং অনার্সের জন্য আবেদনকারীর ২৫ বছরের নীচে হতে হবে ।

২. অনার্স, মাস্টার্সে কমপক্ষে Very good রেজাল্ট থাকতে হবে।

৩. টোফেল স্কোর ৫০০ / IELTS- 5

৪. মেডিক্যালি ফিট

৫. দুজন শিক্ষকের প্রত্যায়নপত্র যারা তাকে পড়িয়েছে

৬. সৌদি আরবের কোনো বিদ্যালয় থেকে ইতোমধ্যে বহিস্কৃত না হওয়া।

আবশ্যকীয় ডকুমেন্ট:

১. বায়োডাটা।

২. পারপাজ লেটার (কেন পিএইচডি করবে তার ব্যাখ্যা)

৩. সর্বশেষ ডিগ্রির মার্কশীট এবং সার্টিফিকেটের সত্যায়িত কপি।

৪. পাসপোর্টের কপি।

৫. ছবি।

স্কলারশিপের আওতাধীন সুবিধাসমূহ:

১. মাসিক ১৯০০ রিয়াল বৃত্তি। (মদিনা বিশ্ববিদ্যালয়ে ৮৪০ রিয়াল অনার্স, মাষ্টার্স ও পিএইডি তে ৯০০ রিয়াল)

২. বিমান টিকেট

৩. প্রত্যেক বছর তিনমাস ছুটি এবং আপ-ডাউন বিমান ফেয়ার।

৪. ভর্তির পর এককালীন ১৮০০ রিয়াল

৫. মিডেকেল সুযোগ সুবিধা।

৬. ফ্রি থাকা

৭. থিসিস প্রিন্টের জন্য ৪০০০ রিয়াল

৮. সর্বশেষ বই পুস্তক দেশে পাঠানোর জন্য ২৭০০ রিয়াল।

বিস্তারিত জানতে এ সাইটের মাধ্যমে সৌদি আরবের সকল বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে পারেন।

https://www.google.com.sa/search?site=&source=hp&q=universitis+of+saudi+arabia&oq=universitis+of+saudi+arabia&gs_l=hp.3...14255.31458.0.31947.31.31.0.0.0.0.0.0..0.0.msedrc...0...1c.1.58.hp..31.0.0.O0Nke10cE3o

বিষয়: বিবিধ

১৫৩৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285244
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
ফখরুল লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ পোস্ট। আপনাকে ধন্যবাদ।
লেখা চালিয়ে যান। শুভকামনা আপনার জন্য। Rose Rose
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
228626
তার কাটা লিখেছেন : আপনাদের উৎসাহে আমার এগিয়ে যাওয়া ৷ আপনাকে ও ধন্যবাদ৷
285245
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
ফেরারী মন লিখেছেন : চৌদিতে পড়ার কুনু ইচ্চা আমার নেই বুঝা গেলো? Shame On You Shame On You তয় পোষ্টের জন্য পিলাচ
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
228627
তার কাটা লিখেছেন : বুঝেচি ,,,,,, পেরারী মন পলাইয়া তাকলেতো পরা যায় না,,, হে হে !!!!;Winking Crying <:-P
285269
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৯
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
১৭ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
228666
তার কাটা লিখেছেন : বারাকাল্লাহু ফিকা।Talk to the hand
285318
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ নভেম্বর ২০১৪ রাত ০২:২৯
228703
তার কাটা লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে ও ধন্যবাদ।Talk to the hand Talk to the hand
381351
২০ জানুয়ারি ২০১৭ রাত ০১:৪০
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File