মন ভাল হলো যে ভাবে )]
লিখেছেন লিখেছেন তার কাটা ১৫ নভেম্বর, ২০১৪, ০২:৫৫:৩৫ রাত
মরুভূমির দেশে প্রবাস জীবনে আজ একটু বেশী ই দেশ, দেশের মানুষ, বন্ধু মহল এবং পুরনো স্মৃতিগুলো মনে পরে মনটা একদম খারাপ হয়েছিল। কিছু তে ভাল লাগছিল না। তাই ফোন করা শুরু করলাম মা, বাবা, বন্ধুদের সাথে তা ও মন ভাল হচ্ছে না। ভাবলাম ঘুমালে হয়তো সব ভুলে যাব। ঘুম থেকে জেগে আরো খারাপ লাগছিল, ইচ্ছে করছিল তখন ই দেশে চলে যাই। রুম মীটদের সাথে আড্ডা দিতে বসলাম, তাতে ও কাজ হচ্ছে না। এবার ল্যাপটপ খুলে স্মৃতিময় কিছু ছবি দেখে আরো বেশি আবেগ তারিত হলাম। ভাবলাম হায়রে আমার ছোট্ট, গরীব, শোষিতের দেশ তোকে এত ভালবাসি কেন ???
মনে পড়ল আজ দুই দিন হতে চলছে প্রিয় টুডে ব্লগে ঢুকা হয়নি। ঝটপট টুডে ব্লগ এর দরজা খুলে ঢুকে পড়লাম। বিশ্বাস করেন প্রিয় ব্যক্তিদেরসহ, অন্যসবার লেখা, মন্তব্য, ঝোকস পড়ে একদম মন ভালো হয়ে গেল। মনে হচ্ছে দেশের সবার সাথে বসে আড্ডা দিচ্ছি, দেশের জন্য কিছু করছি ইত্যাদি। কথা দিচ্ছি কখনো এত সময় ধরে আমার প্রিয় ব্লগের বাহিরে থাকব না। টুডে ব্লগে মনের খোরাক মিলে।
বিষয়: বিবিধ
১৮১৮ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক্কে বারেই হাছা কতা লিখছুইন ভাইজান!
টুডে ব্লগই এহন সব মনে অয়!
আইন্যেরে বিশাল ধইন্যবাদ জানাইলুম!!!
নিসেদের এই কতাডা কই হুইনছুইন আফনে ফখরুল ভাইসাব??? আমার ছোহে তো পরলইনা একবারো!!!
রোজ ই আমার আসতে হবে কেমনে ভুলে থাকি ????
ধন্যবাদ আপনাকে ৷
আসলেই দিনে অন্তত একবার না বসলে যেন পেটের ভাত হজম হয় না।
আমাকে ভাবতে দিন।
"ভেবেছিলে একগাল দাঁড়ি রেখে,আমি হয়ে যাব শেষ।
অথচ দেখ তোমায় নিয়ে,এই তো এই অাছি বেশ।।" অংকুর ,,,,
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।।
একটা দিন পবনের নাও"
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
মন্তব্য করতে লগইন করুন