ব্লগ আমি থেমে যাব ????
লিখেছেন লিখেছেন তার কাটা ১০ নভেম্বর, ২০১৪, ০৪:৪৩:৩৮ রাত
ফেসবুকে মাঝে মাঝে দু' এক লাইনের ষ্ট্যাটাস দিতাম। বন্ধুবর ব্লগার ফখরুল বললেন ব্লগে লিখলে নাকি তাড়াতাড়ি ভাল লেখক হওয়া যায়। তাই টু ডে ব্লগে লিখার সিদ্ধান্তে একটা একাউন্ট খোলা, এসে নিজের লিখা এফবি নোট থেকে কয়েকটা পোষ্ট করলাম, নতুন একটা ও লিখলাম। দুই দিন অতিবাহিত হলো কিন্ত আমার কোন লিখা প্রথম পাতায় আসেনি। এতে হতাশ হইনি, হয়তোবা আমার লিখাটি মান সম্মত হয়নি, নতোবা একটু মডারেশন,এই আর কি !!! লাভ হয়েছে প্রচুর ,, অনেক খুরদার লেখকের প্রাঞ্জল ভাষার ঝঙ্কার দেখেছি। অনেকের বাঁশ যুদ্ধ দেখেছি, যা প্রতিপক্ষকে উপহার স্বরুপ দেয়া হয়। আমি যাদের লেখা পড়েছি কাউকে মিরজাফরের মত বাঁশ দেব তা চাইনি, তবে সামান্য ধন্যবাদটুকু দেয়ার সুযোগ এই নাদান পাঠককে দেয়নি কর্তৃপক্ষ। আমি যাদের লিখা পড়ে শিখার চেষ্টা করছি, তাদেরকে একটু উত্সাহ না দিলে অকৃতজ্ঞ থেকে যাব বলে মনে করছি। অনেককেই আমার প্রিয় লিষ্ট এ যোগ করে ঋণ মুক্ত হওয়ার মিথ্যা অভিনয় করছি। লিখা ছাপা না হউক একটু মন্তব্য করার অধিকার কি চাইতে পারিনা ? তাহলে কি ব্লগ আমি থেমে যাব ????
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লজিকাল ভাইছা অামার পাশে অাছে।।
মন্তব্য করতে লগইন করুন