একাল-সেকাল
লিখেছেন লিখেছেন তার কাটা ০৮ নভেম্বর, ২০১৪, ০৭:০০:১৮ সন্ধ্যা
একালেঃ সন্তান হলে আনন্দ করতে পার্টি দিয়া। সেকালেঃ মিষ্টি খাইয়ে সবার কাছে দোয়া চাওয়া।
একালেঃ নাম রাখে আলিফ, জিম,মীম (ইসলামী) স্পাইসি, অন্ত, বিন্দু (আধুনিক), সেকালেঃ মুহাম্মদ,ইব্রাহীম, ইসমাঈল (ইসলামী) লাল মিয়া, ধনু মিয়া,বাদশাহ (আধুনিক)।
একালেঃ ডেডি আর মাম্মী বলে ডাকতে হবে। সেকালেঃ মা আর বাবা বলেই ডাকত সবে।
একালেঃ সকাল বেলা শিশুরা যায় ব্যাগ কাধে কিন্ডার গার্ডেনে , সেকালেঃ কোরআন হাতে যেতে হতো মক্তবে।
একালেঃ দেখা হলে হাই/হ্যালো আঙ্কেল। সেকালেঃ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন।
একালেঃ শর্ট পোষাকে নগ্ন চলে আধুুনিকতা। সেকালেঃ শর্ট পোষাকে নগ্ন হওয়া দরীদ্রতা।
একালেঃপ্রেমের জন্য বাবা-মাকে খুন করা, সেকালেঃ বাবা-মার ভয়ে প্রেমকে না বলা। (মেয়েরা)
একালেঃ মেয়ের পছন্দের ছেলেকে বিয়ে দেয়া, সেকালেঃ বাবা-মার পছন্দের ছেলেকে মেনে নেয়া।
একালেঃ বিবাহ বিচ্ছেদ যখন চাই, সেকালেঃ বিবাহ বিচ্ছেদ মরে যাব তাও নয়।
একালেঃ ফাষ্ট ফুড আর ড্রিংকস,কফি। সেকালেঃ মোটা ভাত, তাজা সবজি আর কলের পানি।
একালেঃ র্যাপ,রিমিক্স ও ব্যান্ড সংগীত। সেকালেঃ লালন,জারি ও পল্লীগীতি।
একালেঃ ব্লগ,ফেসবুক অনলাইন
এ প্রবন্ধ লেখা। সেকালেঃ বই,ম্যাগাজিন ও পত্রিকাতে লেখা।
একালেঃ বেডমিন্ডন, ক্রিকেট এবং ভলিবল খেলা। সেকালেঃ গোল্লাছুট, দাড়িয়া বান্দা এবং হা ডু ডু টা।
একালেঃ মটর সাইকেল, প্রাইভেট কারে যাতায়াত। সেকালেঃ গরুর গাড়ী, রিক্সা-ভ্যানে দিন কাত।
একালেঃ নির্দোষীকে দোষী করে ফাঁসি দেয়া। সেকালেঃ দোষী হলেই জেল অথবা জরিমানার শাস্তি দেয়া।
একালেঃ ভোট ছাড়াই নির্বাচিত এমপি হওয়া। সেকালেঃ জনগনের ভোট না পেলে ব্যস্তে যাওয়া।
একালেঃ বাংলাদেশটা মুক্তিযুদ্ধা, আওয়ামীলীগ ও শেখ মজিবের। সেকালেঃএ দেশটা ধনী-গরীব, উচু-নীচু সব মানুষের।
একালেঃ পুলিশ মানে গুলি করে মানুষ মারা। সেকালেঃ চুর-ডাকাত ও খুনিদেরকে আটক করা।
বিঃদ্রঃ পয়ত্রিশ / চল্লিশ বছর আগের বাংলাদেশের কিছুু পার্থক্য তুুলে ধরা।
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন