শ্রদ্ধেয় ইমাম সাহেবগণের প্রতি অনুরোধঃ
লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ২২ জানুয়ারি, ২০১৫, ১১:০০:৪৮ সকাল
আজ ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি প্রথম রাকাত শেষ করে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তাকবীরে তাহরীমা বলে হাত বেঁধে রুকুর তাকবীর বলে রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম সাহেব রুকু থেকে উঠে গেলেন। আমি ইমামের সাথে সিজদায় শরীক হলাম, কিন্তু আমার পাশের লোকটি ইমাম সাহেব রুকু থেকে উঠে যাওয়ার পর নিজে নিজে রুকু করে ইমামের সাথে সিজদায় শরীক হলেন এবং ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে নামায শেষ করলেন। তিনি নামায শেষ করে সাথে সাথে চলে গেলেন। আমার ইচ্ছা ছিল নামায শেষে পেলে ওনাকে মাসআলা বলে দেব, সে সুযোগ আর পেলাম না। তাই শ্রদ্ধেয় ইমাম সাহেবগণের প্রতি অনুরোধঃ এদেশের অধিকাংশ সাধারণ মানুষ নামায-রোজা ও শরীয়তের জরুরী মাসআলা মাসায়েল জানেন না। প্রতিদিন ফজর ও আসরের নামাযের পর এবং প্রতি জুমার বয়ানের সময় সংক্ষিপ্তভাবে একটি করে মাসআলা বলে দিলে সকলেই উপকৃত হবে এবং চাকরীর পাশাপাশি দ্বীনি খিদমতের দায়িত্বও আদায় হবে। আল্লাহ সবাইকে তাওফীক দান করুক।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বীনী বিষয়ে জানা-শুনা অনেক কম অধিকাংশ লোকেরই! একান্ত প্রয়োজনীয় দ্বীনী বিষয়েও সঠিকটা জানে না!
আপনার সুন্দর প্রস্তাবনাময় লেখনীতে সহমত ও আহবান রইল!!
প্রতিদিনই প্রতিটা ওয়াক্তের ফরজ নামাজ শুরু করার আগে যদি নামাজে কি কি আদব কায়দা আছে তা পুনঃ পুনঃ ব্যক্ত করা হয় তাহলে তা মুসল্লীদের মনে গেঁথে যাবে - ইন শা আল্লাহ ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন