তাবলিগ

লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ০৭ জানুয়ারি, ২০১৫, ০৭:১৭:৪২ সন্ধ্যা

যে সব কারণে তাবলীগ পছন্দ করিঃ

১। তাবলীগ এর কারণে কিছু বেনামাজী নামাজ পড়তে শেখে।

২। তাবলীগের কারণে বিশ্বাসে পরিবর্তন আসে।

৩। তাবলীগের কারণে সন্ত্রাসী-মাস্তানও ন্ম্র ও ভদ্র হয়ে যায়।

৪। তাবলীগের কারণে জীবনধারায় পরিবর্তন আসে।

এই কাজগুলি আঞ্জাম দেওয়ার দায়িত্ব ছিল ওলামাদের, ওলামাগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, তারা চার দেয়ালের মধ্যে নিজেদের দায়িত্বকে সীমাবদ্দ রেখেছেন, এই দিক থেকে তাবলীগ করা ও সমর্থন করা জরুরী।

যে সব কারণে তাবলীগ অপছন্দ করিঃ

১। শুধুমাত্র একটি বিশ্বাসের মধ্যেই তাবলীগের কাজ সীমাবদ্ধ, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত তাবলীগ দেয় না।

২। তাবলীগ ৬ উছুল বললেও উক্ত ৬ উছুল পুরাপুরী পালন করে এমন লোক আমি দেখিনি।

৩। একরামুল মুসলিমীন নামের উছুলটা শুধু মুখে আছে কাজে নাই, অথবা শুধুমাত্র চিল্লা চলাকালীন কিছুটা পালিত হলেও সমাজ জীবনে তা তাবলিগের লোকেরা পালন করেন না।

৪। কোরআন ও হাদীসের হুকুম আমর বিল মারূফ এর উপর কিছুটা আমল করলেও নাহি আনিল মুনকার কে তাবলীগ জামাত এড়িয়ে চলেন, ওনারা বলেন- আমর বিল মারূফ প্রতিষ্ঠিত হলে নাহি আনিল মুনকার এমনিতেই প্রতিষ্ঠিত হবে। যদি তাই হতো তাহলে আল্লাহ ও রাসূল নাহি আনিল মুনকারকে আলাদাভাভে উল্লেখ করলেন কেন?

৫। দেশের ক্রান্তিকালে তাবলীগের লোকদের কোন ভূমিকা দেখা যায় না, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তাহলে দেশের জন্য কাজ করা কি ঈমানের দাবী নয়?

৬। তাবলীগের লোকরা তাবলীগের বিরুদ্ধে কথা বললে তর্কে জড়িয়ে পড়েন, বুঝা যায় তারা তাবলীগকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু যখন আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে কুৎসা রটানো হয়, তখন তারা আর মুখ খোলেন না।

৭। ফাজায়েলে আমাল কিতাবটি অপরিবর্তনীয় কেন? আমার অত্যন্ত আক্ষেপ হয়-যখন মাদরাসা গুলিতে ছহি হাদীসের কিতাবগুলি বাদ দিয়ে ফাজায়েলে আমল নামক কিতাবটা দিয়ে তালীম করা হয়। এর জন্য কিয়ামতের দিন কি জবাবদিহী করতে হবে না?

তাবলীগ জামাত ভালো, তবে আমি এর সংস্কার কামনা করি।

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299702
০৭ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে একমত৷ ওরা পাঠশালা পাশ করে স্কুল কলেজে যাওয়া শিক্ষা দেয়না৷একামতে দ্বীনকে চেনেনা৷
০৮ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫১
242622
তহুরা লিখেছেন :
299706
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তাবলিগ এর দুর্বলতা এমন ই যে ইসলামের শত্রুরা তাদের বিন্দুমাত্র ভয় করেনা।
299735
০৮ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৩১
কাহাফ লিখেছেন :
সমালোচনা করা খুবই স হজ একটা বিষয়!
কোন কাজের ভাল বিষয়গুলো এড়িয়ে এর দোষত্রুটি খুজে বেড়ানো যথার্থ কাজ নয়!
ব্যক্তিগত ভাবে আমার কী করছি তার আগে মুল্যায়ণ দরকার!
আপনার উপস্হপানায় স হমত আমিও!
ঢালাও ভাবে তাবলীগ বিরোধীতা নয় বরং গঠনমুলক সমালোচনাই কাম্য,যেমন আপনি করলেন!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!!
299836
০৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
হোসাইন আহমাদ লিখেছেন : এমনভাবে রূচিহীন মন্তব্য করা অত্যন্ত অশোভনীয় ও দুঃখ জনক। তাবলীগ কোন খারাপ বিষয় নয়, তাবলীগের জন্ম হয়েছিল দাওয়াতী মনোভাবে, মাওলানা ইলিয়াছ (রাঃ) একজন খাঁটি লোক ছিলেন, তিনি বেঁচে থাকলে আজ হয়তো আমরা তাবলীগের খাঁটি রূপ দেখতে পেতাম ও এর সফলতা উপলব্দি করতে পারতাম। উপরে যারা রূচীহীন মন্তব্য করেছেন, এর সাথে সত্যতার মিল নাই বলে আমি মনে প্রানে বিশ্বাস করি। তার কারণ হলো ইজতেমায় বিবাহ পড়ানোর সময় কনেকে ময়দানে হাজির করা হয় না। ছবিটি অন্যত্র থেকে সংযোজিত করা ও এডিট করা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File