তাবলিগ
লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ০৭ জানুয়ারি, ২০১৫, ০৭:১৭:৪২ সন্ধ্যা
যে সব কারণে তাবলীগ পছন্দ করিঃ
১। তাবলীগ এর কারণে কিছু বেনামাজী নামাজ পড়তে শেখে।
২। তাবলীগের কারণে বিশ্বাসে পরিবর্তন আসে।
৩। তাবলীগের কারণে সন্ত্রাসী-মাস্তানও ন্ম্র ও ভদ্র হয়ে যায়।
৪। তাবলীগের কারণে জীবনধারায় পরিবর্তন আসে।
এই কাজগুলি আঞ্জাম দেওয়ার দায়িত্ব ছিল ওলামাদের, ওলামাগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, তারা চার দেয়ালের মধ্যে নিজেদের দায়িত্বকে সীমাবদ্দ রেখেছেন, এই দিক থেকে তাবলীগ করা ও সমর্থন করা জরুরী।
যে সব কারণে তাবলীগ অপছন্দ করিঃ
১। শুধুমাত্র একটি বিশ্বাসের মধ্যেই তাবলীগের কাজ সীমাবদ্ধ, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত তাবলীগ দেয় না।
২। তাবলীগ ৬ উছুল বললেও উক্ত ৬ উছুল পুরাপুরী পালন করে এমন লোক আমি দেখিনি।
৩। একরামুল মুসলিমীন নামের উছুলটা শুধু মুখে আছে কাজে নাই, অথবা শুধুমাত্র চিল্লা চলাকালীন কিছুটা পালিত হলেও সমাজ জীবনে তা তাবলিগের লোকেরা পালন করেন না।
৪। কোরআন ও হাদীসের হুকুম আমর বিল মারূফ এর উপর কিছুটা আমল করলেও নাহি আনিল মুনকার কে তাবলীগ জামাত এড়িয়ে চলেন, ওনারা বলেন- আমর বিল মারূফ প্রতিষ্ঠিত হলে নাহি আনিল মুনকার এমনিতেই প্রতিষ্ঠিত হবে। যদি তাই হতো তাহলে আল্লাহ ও রাসূল নাহি আনিল মুনকারকে আলাদাভাভে উল্লেখ করলেন কেন?
৫। দেশের ক্রান্তিকালে তাবলীগের লোকদের কোন ভূমিকা দেখা যায় না, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তাহলে দেশের জন্য কাজ করা কি ঈমানের দাবী নয়?
৬। তাবলীগের লোকরা তাবলীগের বিরুদ্ধে কথা বললে তর্কে জড়িয়ে পড়েন, বুঝা যায় তারা তাবলীগকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু যখন আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে কুৎসা রটানো হয়, তখন তারা আর মুখ খোলেন না।
৭। ফাজায়েলে আমাল কিতাবটি অপরিবর্তনীয় কেন? আমার অত্যন্ত আক্ষেপ হয়-যখন মাদরাসা গুলিতে ছহি হাদীসের কিতাবগুলি বাদ দিয়ে ফাজায়েলে আমল নামক কিতাবটা দিয়ে তালীম করা হয়। এর জন্য কিয়ামতের দিন কি জবাবদিহী করতে হবে না?
তাবলীগ জামাত ভালো, তবে আমি এর সংস্কার কামনা করি।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাবলিগ এর দুর্বলতা এমন ই যে ইসলামের শত্রুরা তাদের বিন্দুমাত্র ভয় করেনা।
সমালোচনা করা খুবই স হজ একটা বিষয়!
কোন কাজের ভাল বিষয়গুলো এড়িয়ে এর দোষত্রুটি খুজে বেড়ানো যথার্থ কাজ নয়!
ব্যক্তিগত ভাবে আমার কী করছি তার আগে মুল্যায়ণ দরকার!
আপনার উপস্হপানায় স হমত আমিও!
ঢালাও ভাবে তাবলীগ বিরোধীতা নয় বরং গঠনমুলক সমালোচনাই কাম্য,যেমন আপনি করলেন!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন