জঙ্গিবাদ যখন পুঁজি

লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ২৬ নভেম্বর, ২০১৪, ০১:৫৬:২৪ দুপুর

জনমত নয়, এখন ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার একমাত্র পুঁজি জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ। আমেরিকার নিশা দেশাই আসছে। কিন্তু দেশতো একেবারে শান্ত কি করা যায়? দেশাই আসার আগে মোল্লাদেরকে রাস্তায় নামানো দরকার, ওরা হৈ চৈ করবে। দেশাইকে বলা যাবে দেখলেন তো দেশে জঙ্গিবাদ আছে, আর আমরাই কেবল জঙ্গিবাদ দমন করতে সক্ষম। সমস্যা নেই আমগো লতিফ আছে না? তারে একটু বর্ডার পার করালেই তো চলে। যেই ভাবা সেই কাজ। ছক অনুযায়ী সবকিছু হয়ে যায়। মুমিন-মুসলমান সাধাসিধা, তারা অত প্যাঁচ বুঝে না। ফাঁদ পাতলেই তারা বার বার জালে পা দেয়। লতিফ একটা কিছু বলছে তাতে কি হজ্ব বন্ধ হয়ে গেছে? কোন লতিফকে কি কোন দিন ফাঁসী দেওয়া সম্ভব হয়েছে। সবই তো বহাল তবিয়তে আছে। এই হবে সেই হবে, মোল্লাদের এসব ফাঁকাবুলি শুনে মনে জ্বালা ধরে। কেনযে তারা যেটা পারবে না সেটা বলতে যায়? এমুহুর্তে যেটা করা দরকার, সেটা তারা করে না, আর সেটা হলো একতার শক্তি। এই শক্তিই সকল লতিফের মুখ বন্ধ করতে পারে। সেটা এদেশের মুসলমানদের মধ্যে যথেষ্ট অভাব। জামায়াত সম্পূর্ণ কোনঠাসা এবং বলতে জনবিচ্ছিন্ন। ইসলামী ঐক্যজোট কয়টা আছে আমার জানা নেই, চরমোনাই কিছু মুরিদের হৈহুল্লোড় ছাড়া আর কিছু না, ওহাবী-সুন্নী দ্বন্ধ বহুকাল আগের, আছে হানাফী আহলে হাদীস দ্বন্দ্ব, আলিয়া-কওমী বিপরীত মুখী এবং সংযোগবিচ্ছিন্ন, আরও কতকি? কোন গ্রুপ কিছু করতে চাইলে পেছনে আরেক গ্রুপকে লেলিয়ে দেওয়া যায়, কত সুন্দর প্রোটেকশন! হেফাজত নামে মাঠে নামলো, এক ঠেলায় কুপোকাত। মনের দুঃখে দুহাত তুলি আর বলি- হে আল্লাহ! আমরা অসহায়, আপনিই আপনার দ্বীন কে হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১১০০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288301
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
ভিশু লিখেছেন : এভাবেই বিশ্বব্যাপী ইসলামবিরোধী অমুসলিমদের ফাতানো ফাঁদে পা দিয়ে চলেছেন আত্মভোলা মুসলিম নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলিমরাও।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২০
231898
হোসাইন আহমাদ লিখেছেন : ধন্যবাদ
288311
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
231932
হোসাইন আহমাদ লিখেছেন : অনেক ধন্যবাদ
288594
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File