মুসলিম সমাজের কিছু অদ্ভুত কাজ!!

লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ১৭ নভেম্বর, ২০১৪, ০২:৫০:৪৪ দুপুর

#৬৫ বছর বয়সী দাদী নেকাবসহ

বোরকা পরে আর তার সাথে ১৯ বছরের

নাতনী টাইট

জামা পরে রাস্তা দিয়ে একসাথে যায়!!

বোরকা আসলে কার পড়া দরকার??

‪#‎ইমাম‬ সাহেব রুকুতে। কিছু ভাই

দৌড়ে এসে "নাওয়াইতুয়ান

উসাল্লিয়া" পড়তে থাকে তখন!

রাকাত চোখের সামনে চলে যায়!

অথচ নিয়ত মুখে উচ্চারণ করা জরুরী নয়

কিন্তু জামায়াতে শরীক হওয়া জরুরী।

‪#‎সারারাত‬ ওয়াজ

শুনে আবেগে কাইন্দ্যা চোখ বড় বড়

করে ফযরের নামায

কাযা করে অনেকেই! এই ওয়াজের

কি কোন ফায়দা আছে??

‪#‎সাপ্তাহ‬ জুড়ে নামায না পড়ে শুক্রবার গিয়ে জুমার নামাযে হাজিরা দিয়ে আসে!!!এই নামাজের কি কোন মূল্য আছে??

‪#‎পুরো‬ রমজানে রোজা না রাখলেও ঈদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দেয়!!!ঈদ কি বেরোজদারের জন্য??

‪#‎ঘরে‬ বৃদ্ধ বাবা-মা থাকলেও তাদের খোজ-খবর না নিয়ে পীরের দরবারে গিয়ে নিজেকে পীর বাবার পায়ে সপে দেয়!!পীর কি বাবা-মার চেয়েও বেশী মূল্যবান??

‪#‎নিজেকে‬ মুসলিম দাবী করে কিন্তু তার চাল-চলন বিধর্মীদের মতই!!!এই কেমন মুসলিম??

‪#‎ফরয‬ নামায চোখের সামনে হচ্ছে।

আর কিছু মুসলিম ভাই জানাযার

নামায পড়ার জন্য

বাহিরে অপেক্ষা করছে!! ফরয শেষ

হলে ইমাম জানাযা পড়াবেন।

কোনটা জরুরী, জানাযার নামায

না ফরয নামায??

হায় রে মুসলিম!!

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285193
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
বড়মামা লিখেছেন : ।সবঠিক বলেছেন,জুম্মার নামাযের উৎসাহ দিতে হবে কারন জুম্মর দিন খুৎবা হয়।যদি কাউকে বলেন ৫ ওয়াক্ত নামায না পড়ে জুম্মা পড়লে লাভ নেই তাহলে তারা জুম্মায়ও যাবেনা, সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
285210
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : আসলেই ভাল বলেছেন আমার কাছে ও এগুলোকে অদ্ভুত মনে হয় ।
285232
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : সুন্দর বলেছেন। Thumbs Up Thumbs Upআসলেই অদ্ভুত লাগে এগুলো দেখলে। Surprised Rolling Eyes
285370
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৯
কাহাফ লিখেছেন :
দ্বীনি বিষয়ে সঠিক ভাবে না জানার কারণেই এমন সব পরিস্হিতির আধিক্য!
আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুন!আমিন। Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File