ফাঁসির রায় ও তার পরিনাম
লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ০৭ নভেম্বর, ২০১৪, ১০:২৯:২১ রাত
আমি বাংলাদেশের একজন নাগরিক। মুক্তিযুদ্ধ দেখিনি। যুদ্ধের সময় পাকিস্তানীরা বাঙালীর উপর অনেক নির্যাতন করেছে। এই নির্যাতনে আমাদের দেশের কিছু লোক তাদেরকে সহযোগিতা করেছে। হ্যাঁ যুদ্ধাপরাধ কেউ করে থাকলে তার সাজা হওয়া উচিৎ। কিন্তু আমার বুঝে আসে না এই বিচার এত দীর্ঘায়িত হলো কেন? যাক বিচার যখন হচ্ছে তা ভালো। অপরাধী তার অপরাধের শাস্তি পেল। কিন্তু সেই বিচার করতে গিয়ে যদি দেশের লক্ষ-কোটি টাকার ক্ষতি হয়, দেশের শিল্প-কল-কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে দেশের স্বার্থে সেই বিচার কি না করাই উচিৎ নয়। দেশের স্বার্থ তাদের কাছে মুখ্য হলো না, দেশ জাহান্নামে যাক বিচার করেই ছাড়ব, এমন মনোভাব যাদের তারা মোটেও দেশপ্রেমিক নয়, তারা আসলেই দেশের শত্রু। বিচারটা যদি এমন হতো যে, মৃত্যু পর্যন্ত দন্ডপ্রাপ্তরা জেলে থাকবে, তাতে তো সাঁপও মরতো লাঠিও ভাংতো না। ইচ্ছা থাকলে উপায় হয়। দেশের জন্য মঙ্গলজনক কাজ করতে আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুক। আমিন।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন