নেতায় নেতায় কত ফারাক, মাঝে মাঝে অবাক হয়ে যাই।
লিখেছেন লিখেছেন তথাকথিত যুদ্ধাপরাধী ০৬ নভেম্বর, ২০১৪, ০৪:০৩:১০ রাত
মহাত্মা গান্ধী মৃত্যুর আগে বলে গেছেন, "ভগবান তুমি ভারতকে দেখো।" পাকিস্তানের লিয়াকত আলী খান মৃত্যুর আগে শেষ কথা বলেছেন, "আল্লাহ পাকিস্তানকে হেফাজত করো।" পৃথিবীর বিখ্যাত নেতারা মৃত্যুর আগে শেষ কথাটি বলে গেছেন দেশ ও দেশের মানুষ সম্পর্কে, দেশের কল্যাণ কামনা করেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
আমাদের এক নেতা গুলি খাওয়ার পর দেহরক্ষীর নাম ধরে বললেন, "আমাকে শেষ করে ফেলেছে, আমাকে বাঁচা।" মৃত্যুর সময় তার কাছে দেশ নয়, দেশের মানুষ নয়, তিনিই বড় হয়ে রইলেন। কে সেই নেতা জানেন? আওয়ামীদের ভাষায় সে নাকি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, তাদের পিতা শেখ মুজিব। সূত্রঃ ঘরে বাইরে হুমায়ূন আহমেদঃ হাজার প্রশ্ন, মাহফুজ আহমেদ, পৃষ্ঠা ৩০।
পোস্টটির ফেসবুক লিঙ্কঃ নেতায় নেতায় কত ফারাক।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন