নরম ও কোমল হৃদয়ের মাহাত্ম্য
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৩ জানুয়ারি, ২০২১, ০৪:৫৫:৩৫ বিকাল
#পাখিদের_মতো_নরম_কোমল_দুর্বল_হদয়ের_মাহাত্ম্য
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ
#বাংলা: আবূ হুরাইরাহ্ (রা.) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন: "এমন কিছু লোক জান্নাতে যাবে, যাদের অন্তর পাখির অন্তরের মতো।" (মুসলিম:২৮৪০)
#আলোচনা: জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেন, একপ্রকার লোক জান্নাতে যাবে যাদের হৃদয় পাখিদের হৃদয়ের মতো। পাখিদের অন্তরের মতো বলতে কী বুঝানো হয়েছে সে সম্পর্কে দুটি মত পাওয়া যায়।
১. পাখিদের অন্তর বলতে "নম্রতা, কোমলতা, সরলতা, নির্মলতা ও করুণাময়তা, দুর্বলতা এবং হিংসা-বিদ্বেষহীন, ক্রোধমুক্ত" অন্তর বুঝানো হয়েছে। কেননা এই গুণগুলো সমস্ত পাপ থেকে দুরে রাখে ও প্রত্যেক ত্রুটি থেকে নিরাপদ রাখে। যেমন একটি হাদীসে এসেছে-
"তোমাদের নিকট ইয়ামানবাসীরা এসেছে। তারা নরম মন ও কোমল হৃদয়ের অধিকারী।" (বুখারী:৪৩৮৮, মুসলিম:৫২)
হাদীসের উদ্দেশ্য হতে পারে, নরম ও কোমল হৃদয়ের অধিকারীরা জান্নাতে যাবে। কোমল হৃদয় সম্পর্কে অপর হাদীসে এসেছে-
"তিন শ্রেণীর মানুষ জান্নাতী হবে। এক প্রকার মানুষ তারা, যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের তাওফীক লাভে ধন্য লোক। দ্বিতীয় ঐ সকল মানুষ, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমলচিত্ত। তৃতীয় ঐ শ্রেণীর মানুষ, যারা পূত-পবিত্র চরিত্রের অধিকারী, যাঞ্চাকারী নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক।" (মুসলিম:২৮৬৫) অপর হাদীসে এসেছে-
"আর আল্লাহ্ কেবলমাত্র তাঁর দয়ালু বান্দাদের ওপরই দয়া করে থাকেন।" (বুখারী:১২৮৪, মুসলিম:৯২৩)
অথবা ভীত-সন্ত্রস্ত হৃদয়ের কথা বলা হয়েছে। কেননা পাখিরা প্রাণীদের মাঝে সবচেয়ে বেশি ভীত ও আতঙ্কিত প্রাণী। আর মানুষের মাঝে সবচেয়ে বেশি ভীত হলো আলেমরা। আল্লাহ বলেন-
"আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাঁকে ভয় করে" (সূরা ফাতির, ৩৫:২৮)
২. পাখিদের অন্তর বলতে "তাওয়াক্কুল" বুঝানো হয়েছে। অর্থ্যাৎ তারা সবক্ষেত্রে আল্লাহর প্রতি নির্ভর করে। যেমন হাদীসে এসেছে-
"তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ্ তা'আলার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিযিক দেয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।" (তিরমিযী:২৩৪৪)
সুতরাং এখানে পাখিদের হৃদয় বলতে "নরম-কোমল ও আল্লাহর প্রতি অধিক নির্ভরশীল সম্পন্ন হৃদয়ের অধিকারী ব্যক্তিই বুঝবো। আল্লাহ আমাদের নরম-কোমল ও আল্লাহ তা'আলার উপর পুরোপরি নির্ভরশীল বান্দাহর অন্তর্ভুক্ত করুন। আমীন।
#বর্ণনাকারী: আবু হুরাইরা (রা.)
#মান:সহীহ
#গ্রন্থ: সহীহ মুসলিম, জান্নাতের আলোচনা অধ্যায়, হা:২৮৪০, মুসনাদে আহমাদ: ৮১৮২, সহীহ আল জামে':৮০৬৮
#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম (নীল মুসাফির)
#দরসে_হাদীস
বিষয়: বিবিধ
৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন