তর্ক-বিতর্ক থেকে সাবধানত : হাদীস পাঠ
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৬ জানুয়ারি, ২০২০, ১০:৫৯:০৯ রাত
#তর্ক-বিতর্ক থেকে সাবধানতা:
মুসলিম ইবনু ইয়াসার বলতেন: তোমরা অবশ্যই ঝগড়া-বিতর্ক থেকে সাবধান থাকবে। কেননা, এটি একজন আলিমের অজ্ঞতার মুহুর্ত, এবং এ মুহুর্তে শয়তান এর দ্বারা তার ত্রুটি বা বিভ্রান্তি কামনা করে।
দ্রষ্টব্য: সুনানে দারেমী: ৩৯৬, ফাতহুল মান্নান:৪১৯, ইবনু বাত্তাহর আল ইবানাহ: ৫৪৭, ৫৪৮,আবু নুয়াইম, হিলইয়া ২/২৯৪
রাসূলুল্লাহ সা. বলেছেন: তোমরা বাদানুবাদ করো না। কেননা, তোমাদের পূর্ববর্তী লোকেরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে। (বুখারী: ২২৭৯,আহমাদ:৩৭৯৩)
হিশাম হাসান ও ইবনু সীরীন হতে বর্ণনা করেন: তারা উভয়ে বলতেন: "তোমরা প্রবৃত্তির অনুসারীদের নিকট বসবে না এবং তাদের সাথে ঝগড়া-বিতর্কে লিপ্ত হবে না। এবং তাদের নিকট থেকে কিছু শুনবেও না।” (আল ইবানাহ নং ৩৯৫, ৪৫৮; ইবনু আব্দুল বার, জামি’ বায়ানিল ইলম নং ১৮০৩, দারেমী:৪০১)
বিষয়: বিবিধ
৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন