আল কুরআনের আলোকে মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য সমূহ
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৮ জুন, ২০১৯, ০১:১৮:৩৮ রাত
আল কুরআনের আলোকে মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য সমূহ:
১. মানুষ বড়ই অকৃতজ্ঞ:
وَكَانَ الْإِنْسَانُ كَفُورًا
আর মানুষ তো খুব অকৃতজ্ঞ। ( সূরা ১৭ ইসরা: ৬৭)
اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। ( সূরা ২২ হাজ্জ: ৬৬)
إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُّبِينٌ নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। (সূরা ৪৩ যুখরুফ:১৫)
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ (সূরা ১০০ আদিয়াত:৬)
২. মানুষ বড্ড অত্যাচারী ও অজ্ঞ:
اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَ الْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَ اَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُ ؕ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلً
আমি আসমান, যমীন ও পর্বতের প্রতি (ইসলামের বোঝা বহন করার) আমানাত পেশ করেছিলাম। কিন্তু তারা তা বহন করতে অস্বীকৃতি জানাল, তারা তাতে আশংকিত হল, কিন্তু মানুষ সে দায়িত্ব নিল। সে বড়ই জালিম, বড়ই অজ্ঞ। ( সূরা ৩৩ আহযাব:৭২)
اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ۠
মানুষ অবশ্যই অতিমাত্রায় যালিম, অকৃতজ্ঞ। ( সূরা ১৪ ইবরাহীম:৩৪)
৩. মানুষ বড়ই কৃপণ:
وَكَانَ الْإِنسَانُ قَتُورًا
আর মানুষতো অতিশয় কৃপণ। ( সূরা ১৭ ইসরা: ১০০)
৪. মানুষ ঝগড়া ও তর্কপ্রিয়:
وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا
মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়। ( সূরা ১৮ কাহফ: ৫৪)
أَوَلَمْ يَرَ الْإِنْسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ
মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে? অতঃপর সে হয়ে গেল সুস্পষ্ট ঝগড়াটে। (৩৬:৭৭)
৫. মানুষ তাড়াহুড়োপ্রবণ:
وَكَانَ الْإِنْسَانُ عَجُولً
মানুষ শীঘ্রতা-প্রিয় (মানুষ বড়ই তাড়াহুড়াকারী)। ( সূরা ১৭ ইসরা:১১)
خُلِقَ الْإِنسَانُ مِنْ عَجَلٍ মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে।( ২১:৩৭)
৬.মানুষ বড্ড অস্থিরচিত্ত বা দ্রুত হতাশাপ্রিয়
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًاۙ
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। ( সূরা ৭০ মা'আরিজ:১৯) তবে সালাত আদায়কারী, যারা সদা নিষ্ঠবান তাদের সালাতে; তারা ব্যতীত। তারপর এই মুসুল্লীগণের গুণাবলী বর্ণিত হয়েছে... (দ্রষ্টব্য সূরা মাআরিজ)
৭. সীমালঙ্ঘনকারী:
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَ
কখনো নয়, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে থাকে। ( সূরা ৯৬ আলাক:৬)
৮. মানুষকে সৃষ্টিগতভাবে দূর্বল:
وَ خُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا
আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। ( সূরা ৪ নিসা: ২৮)
৯. মানুষ কষ্ট-ক্লেশে আবদ্ধ:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍؕ
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে। ( মানুষের জীবন পরিশ্রম ও দুঃখ-কষ্টে পরিপূর্ণ, দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে)। ( সূরা ৯০ বালাদ:৪) অপর আয়াতে এসেছে-
يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে। ( সূরা ৮৪ ইনশিক্বাক:৬) মানুষ সব সময়ই কঠোর শ্রম করতে থাকে ভালো কিংবা মন্দ বিষয়ে, কেউ পার্থিব বিষয়ে কেউ দ্বীন বিষয়ে, তারপর আল্লাহই তাদের মাঝে কাজের ফয়সালা করবেন কেনটি আল্লাহর কাছে গ্রহনীয়।
# উপরে বর্ণিত নেতিবাচক মানবীয় গুণাবলী দুর করে সফলতা লাভ করার উপায় হলো-সত্যের উপর অবিচল থেকে ধৈর্যের সাথে নেক আমল করে যাওয়া।
১০. মানুষ ক্ষতিগ্রস্থ:
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ( সূরা ১০৩ আসর:২)
'কিন্তু তারা (ক্ষতিগ্রস্থ) নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।' ( সূরা ১০৩ আসর:৩)
সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম (নীল মুসাফির)
বিষয়: সাহিত্য
১৫৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন